যুদ্ধ অপরাধী মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাহিদ হোসেন খোকন ওরফে খোকন রাজাকারের আপন ভাইরা ভাই, মোঃ রেজাউল করিম বর্তমানে শতকোটি টাকার মালিক, অন্যদিকে ফরিদপুর শহর আওয়ামীলীগের অব্যাহিত প্রাপ্ত সাধারণত সম্পাদক, টেন্ডার বাজ,অস্ত্র বাজ,মাদক ব্যবসায়ী মামলার আসামি বরকত -রুবেল হচ্ছে ঐ খোকন রাজাকারের আপন ভাগিনা, সে হিসাবে রেজাউল বরকত – রুবেলের মামা
ফরিদপুর জেলার, নগরকান্দা উপজেলার,পোড়াদিয়া বালিয়া গ্রামের মৃত রাশেদ মাতুব্বরের বড় ছেলে রেজাউল। ছোট বেলা থেকেই রেজাউল ছিলো লম্পট প্রকৃতির লোক। রেজাউলের পিতা রাশেদ মাতুব্বরের ছিলেন সমাজের ঘৃনিত লোক, হাটে-বাজারে দালালি করা ছিলো তার একমাত্র পেশা,মানুষের ক্ষতি করে কিভাবে নিজের পকেটে দু’টাকা ঠুকান যাবে তানিয়ে থাকতো সর্বদা ব্যস্ত।
রেজাউল পড়ালেখা না করে বকাটে হয়ে এলাকায় চুরি-ডাকাতির ছিনন্তাইয়ের কাজে লিপ্ত হয়ে পড়ে। এসময়ে চোখ পড়ে বড়লোকের এক বউয়ের দিকে,ঐ বউয়ের স্বামী বিদেশে থাকায় বউয়ের সাথে রেজাউলের চলতে থাকে পরকীয়া প্রেমওনীলা। ঐ বউটি আর কেউ নয় খোকন রাজাকারের আপন শালি নাম নয়ন।বিএনপি নেতা খোকন রাজাকারের ক্ষমতার দাপট দেখে ক্ষমতা ও নারীর লোভে পড়ে যায় রেজাউল। তাই সিদ্ধান্ত নেয় নয়নকে বিয়ে করবে কিন্তু মাঝখানে ঝামেলা হয়ে যায় নয়নের স্বামীর ঘরে ৮ বছরের একটি মাত্র পুত্র সন্তান। রেজাউলের প্ররচনায় ঐ ছেলেটাকে একদিন রাতে শ্বাসরোধ্য করে হত্যা করে বাড়ির পুকুরে ফেলে দেয় এবং ভোরে লোকজন ডেকে বলে আমার ছেলে পানিতে ডুবে মারা গেছে। এর কিছু দিন পরই সুযোগ বুঝে তারা পালিয়ে গিয়ে ঝিনাইদহে খালাতো বোনের বাড়িতে গিয়ে বিবাহ করে, এরপর তারা রেজাউলের গ্রামে আশে এবং রাজাকারের ক্ষমতা দেখিয়ে এলাকায় রামরাজত্ব গড়ে তুলে।অত্যাচার ও নির্যাতন করতে থাকে এলাকার নিরহ মানুষের উপর, হয়ে যায় বিএনপির একজন দূরদর্শ সন্ত্রাস।
২০০১ সালে চারদলীয় ঐক্য জোট বিএনপি ক্ষমতায় আসলে, পরের দিন বিএনপির সন্ত্রাস রেজাউল নিজের বাড়িতে মধ্য রাতে নিজেই কর্কটেল ফাটিয়ে এলাকার ৩০ জন অঙ্ঘাত আরও ২০ জন আওয়ামীলীগের নিরহ নেতা কর্মীকে আসামী করে একটি মিথ্যা সন্ত্রাসী ও চাঁদাবাজি দিয়ে ফাঁসিয়ে তাদের ভয় দেখিয়ে চাঁদা আদায় করার মাধ্যমেে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। আওয়ামীলীগের নেতা কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তার জমি জায়গা ভিটামাটি বিক্রি করিয়ে সর্বশান্ত করে দিয়েছে। তাদের এক মাত্র অপরাধ ছিলো আওয়ামী লীগের করা ও নৌকা মার্কায় ভোট দিয়া।মামলা হামলার ভয় দেখিয়ে এলাকায় আদিপাত্য বিস্তার করে আওয়ামী লীগসহ বিভিন্ন গন্্যমান্্য ব্যক্তি ও ব্যবসায়দের নিকট লক্ষ লক্ষ চাঁদা আদায় করে। চাঁদা না দিলে কারো রান্না ঘরে আবার কারো গরুর ঘরে অবৈধ মাল রেখে পুলিশ দিয়ে ধরিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়।দিনে দিনে বাড়তে থাকে তার অত্যাচারের ধরন,বিএনপির আমলে কেউই বাদপড়ে নাই তার নির্মম অত্যাচার আর নির্যাতন থেকে।
২০০৮ সালে আওয়াম লীগ রাষ্ট্র ক্ষমতায় আসলে যুদ্ধ অপরাধী খোকন রাজাকারের আপন দুই ভাগিনা বরকত -রুবেল ফরিদপুর সদর ২ আসনে সাংসদের কাছের লোক হয়ে যায়।তখন দুধির মাছি রেজাউল গ্রাম ছেড়ে চলে আসে ফরিদপুর শহরে, তার ভাইরা খোকন রাজাকারের ভাগিনা বরকত -রুবেলের কাছে।আত্মীতার সুবাদে রেজাউল হয়ে য়ায় বরকত মন্ডলের ডানহাত,রেজাউলকে দিয়ে বরকত -রুবেল টেন্ডারবাজি, চাঁদাবাজি, অস্ত্রবাজি, মাদক ব্যবসা করাতো,আয়ের একটি অংশ নিয়মিত পেতো রেজাউল, এগুলো করে বরকত -রুবেলের মামা রেজাউল রাতারাতি হয়ে গেলো শতকোটি টাকার মালিক। রেজাউল ও তার আত্মীয় স্বজনদের ব্যাংক একাউন্টে রয়েছে বরকত -রুবেলের কোটি কোটি টাকা রয়েছে অবৈধ অস্ত্র গুলি বারুদ। রেজাউলের রয়েছে একাধিক ব্যাংক একাউন্ট তাতে জমা আছে ১শ কোটি টাকা, সূত্রে জানাযায় শুধু মাত্র প্রাইম ব্যাংক ফরিদপুর শাখায়ই জমা রয়েছে প্রায় অর্ধকোটি টাকা।নিজের গ্রামে করেছে পাকা বাড়ি,নগরকান্দা শহরে পাকা বাড়ি, নিজ এলাকায় বিশ্ব রোডের পাশদিয়ে কিনেছে ২০ বিঘা জমি, তার রয়েছে ৫ টি মাল বাহী ট্রাক, ৩ টি কার্গো ট্রাক,২ টি প্রাইভেটকার, ফরিদপুরে কিনেছে জায়গা, আলিপুরে বিলাশ বহুল ৫ তলা বাড়ি,ঢাকায় আভিজাত্য এলাকায় আলিশান ৩ টি বাড়ি। যেসময়ে ফরিদপুরের আওয়ামীলীগের ত্যাগী নেতা কর্মীরা ভাত পায়না সেসময় আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে বিএনপির রাজাকারের বংশধরা শত শত কোটি কোটি টাকার মালিক বনে গেছে।
বরকত -রুবেলের ক্ষমতার জোরে ও নিজের অবৈধ টাকার গরমে এলাকায় আওয়ামীলীগের নিরহ নেতা কর্মী উপর চালায় জুলুম, অত্যাচার ও মারপিট, তার রয়েছে এলাকায় টাকার কেনা ক্যাডার বাহিনী তাদের ভয়ে এলাকার সাধারণ মানুষ থাকে তটস্থ। জানাযায়, যুদ্ধ অপরাধী মামলার সাজাপ্রাপ্ত আসামি জাহিদ হোসেন খোকন সুইডেনে পালিয়ে রয়েছে, সেখানে থাকতে বাংলাদেশ থেকে সহায়তা করছে ভাইরা ভাই রেজাউল, তার কাছে পাচার করছে কোটি কোটি টাকা, বরকত -রুবেল অস্ত্র গুলি বারুদ, টাকা, চাল,মাদক সহ অনেক কিছু। পুলিশের হাতে রুবেল বরকত আটক হওয়ার পর পরই গা ঢাকা দিয়েছে রেজাউল, রেজাউলকে ধরলে বরকত -রুবেলের কু-কর্মের অনেক তথ্য বেড়িয়ে আসবে,জনমনে আজ একটা প্রশ্ন উঠেছে এতো কিছুর পরেও রেজাউল কেনো প্রশাসনের ধরা ছোয়ার বাইরে।
Leave a Reply