নিজস্ব প্রতিনিধি :
একটি পরিবার কে সাবলম্বি করি এই শ্লোগানে ‘‘আমরা করবো জয়চ্ স্বেচ্ছাসেবী সংগঠন এবার একটি নতুন নৌকা তুলে দিলো মোঃ হালিম শেখ এর হাতে। হালিম শেখের বাড়ি ফরিদপুরের সিএনবি ঘাটে। মোঃ হালিম কৃষি কাজ করেন পাশাপাশি বর্ষা মৌসুমে নদীতে মাছ ধরেন। হালিমের নিজের কোনো নৌকা ছিলো না, মাছ ধরতেন অন্যের নৌকা নিয়ে। এবার বর্ষা মৌসুমের শুরুতেই চার পাশে যখন পানি তখন গরুর জন্য ঘাস কাটতেন পরের নৌকা নিয়ে।
“আমরা করবো জয়চ্ স্বেচছাসেবী সংগঠন থেকে সম্প্রতি হালিম শেখের হাতে তুলে দেয়া হলো নতুন একটি নৌকা। নতুন নৌকাটি তৈরী করতে টাকা দিয়েছেন সংগঠনেরই সদস্য নাফীসা আতীয়া খান। নৌকা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “আমরা করবো জয়চ্এর সভাপতি আহমেদ সৌরভ, সাধারণ সম্পাদক শরীফ খান, জাফর, রুদ্র, সাকিব, সৈকত এবং উই কেয়ার এর সমন্বয়ক রকিব উদ্দিন মাসুম। গত বছরও ২টি জেলে পরিবারকে নৌকা প্রদান করেছিল “আমরা করবো জয়চ্
নতুন নৌকা পেয়ে হালিম শেখ বলেন, “নিজের একটা নৌকা দরকার ছিলো আমার। অন্যের নৌকা সময়মত পাওয়া যেত না। নিজের নৌকা হওয়ায় আমার অনেক উপকার হলো। এখন আমি মাছ ধরে বাজারে বিক্রি করে আমার সংসার চালাতে পারবো। যখন খুশি গরুর জন্য ঘাস সংগ্রহ করতে পারবোচ্। আমরা করবো জয়-এর যোদ্ধারা এভাবেই যেন মানুষকে সহায়তা করতে পারে এই দোয়া করি।
“আমরা করবো জয়চ্-এর সভাপতি আহমেদ সৌরভ বলেন, আমরা আমাদের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে জানতে পারি হালিম শেখের নিজের কোনো নৌকা নাই। হালিমের নিজের নৌকা নাই এই খবরটি আমাদের সোস্যাল মিডিয়ায় জানানো হলে আমাদের সংগঠন এর সদস্য নাফীসা আপু এগিয়ে আসেন এবং আমরা সবাই মিলে তাকে নতুন নৌকা কিনে দেই। আশা করি এই নতুন নৌকা পেয়ে হালিম শেখ পরিবার নিয়ে ভালোভাবে জীবিকা নির্বাহ করতে পারবে।
সংগঠনের সাধারণ সম্পাদক শরীফ খান জানান, আমারা চেষ্টা করে যাচ্ছি অসহায় মানুষের পাশে দাঁড়াতে। সমাজের বিত্তশালী যারা আছেন তারা যদি এগিয়ে আসে তাহলে অসহায় মানুষের অসহায়ত্ব কিছুটা হলেও লাঘব করতে পারবো আমরা।
“আমরা করবো জয়চ্ ফরিদপুরের একটি অলাভজনক সমাজকল্যাণমূলক সংগঠন। টাকার অভাবে কারো চিকিৎসা বন্ধ, কারো একটি হুইল চেয়ার দরকার, অর্থাভাবে কারো লেখাপড়া বন্ধ হওয়ার পথে, কোনো অল্প বয়সী বিধবা নারী একটা সেলাই মেশিন হলেই স্বাবলম্বী হবে, নতুন ঘর নির্মাণ, খাদ্য সামগ্রী প্রদান, উন্মুক্ত খাবার ঘর, রমজানে মাসব্যাপী ইফতার, দরিদ্রদের আয়ের উৎস তৈরী করে দেওয়া, রক্ত দান কর্মসুচি, মানসিক ভারসাম্যহীন দের মাঝে নিয়মিত রাতে খাবার প্রদান, বৃক্ষরোপণ ইত্যাদি সমাজকল্যাণমূলক কাজ করে চলছে “আমরা করবো জয়চ্। এছাড়াও “আমরা করবো জয়চ্ প্রতি বছর ফুচকা উৎসব করে এবং সেখান থেকে সংগৃহীত অর্থ দিয়ে একজন কে সাবলম্বি হওয়ার জন্য সাহায্য করে। এছাড়া বিভিন্ন কাজে সমাজের বিত্তশালীরা এগিয়ে আসেন এই সংগঠনের জন্য।
Leave a Reply