নিজস্ব প্রতিনিধি :
ফরিদপুরে রিমান্ড শেষে গতকাল বুধবার সন্ধ্যায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে বিখ্যাত টেন্ডারবাজ, মাদকব্যবসায়ী, অবৈধ অস্ত্রধারী শহর আওয়ামীলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও অপর বিখ্যাত টেন্ডারবাজ, মাদকব্যবসায়ী, অবৈধ অস্ত্রধারী ফরিদপুর প্রেসক্লাবের বহিস্কৃত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলকে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা বলেন, ফরিদপুর -৩ আসনের সাংসদ মোশাররফ হোসেনের বাড়ি থেকে ডলার চুরির মামলায় বরকতের এবং একটি চঁাদাবাজীর মামলায় তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলকে একদিন করে রিমান্ড মঞ্জুর করা হয় গত মঙ্গলবার সন্ধ্যায়। গতকাল বুধবার রিমান্ড শেষ হলে দুইভাইকে ফরিদপুরের এক নম্বর আমলী আদালতের বিচারিক হাকিম মো. ফারুক হোসেনএর আদালতে হাজির করা হয় গতকাল বুধবার দুপুরে। আদালতে চঁাদাবাজীর মামলায় ইমতিয়াজ হাসান রুবেল ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন। তিনি বলেন, জবানবন্দি শেষে আদালতে নির্দেশে বরকত ও রুবেলকে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়।
পুলিশ সুপার আলিমুজ্জামান বলেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঢাকার কাফরুল থানায় বরকত ও রুবেলের নামে দুই হাজার কোটি টাকার মানিলন্ডারিং করার অভিযোগে যে মামলা দায়ের করেছেন সেই মামলায় তাদের শোনএরেস্ট দেখানো হয়েছে।
প্রসঙ্গত গত ৭ জুন রাতে জেলা আওয়ামীলীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার মামলার আসামী হিসেবে শহরের বদরপুরসহ বিভিন্ন মহল্লায় অভিযান চালিয়ে পুলিশ বরকত ও রুবেলকে অবৈধ অস্ত্র, মাদক, নগদ টাকা ও ভারতীয় রূপী ও ডলারসহ গ্রেপ্তার করে পুলিশ।
প্রসঙ্গত গত ১৬ মে রাতে জেলা আ.লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে দুই দফা হামলার ঘটনা ঘটে। সুবল সাহার বাড়ি শহরের গোয়ালচামট মহল্লার মোল্লা বাড়ি সড়কে অবস্থিত। এ ঘটনায় গত ১৮ মে সুবল সাহা অজ্ঞাতনামা ব্যাক্তিদের আসামি করে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।
Leave a Reply