চরভদ্রাসন প্রতিনিধি ঃ-
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের পূর্ব বি.এস. ডাঙ্গী গ্রামের শহীদ মন্ডলের পুত্র শাকিব মন্ডল (১০) শুক্রবার সন্ধা ৬ টায় খেলা শেষে বাড়ি ফিরছিল। ফেরার পথে খেতের হাতাল দিয়ে হাটার সুরু রাস্তা দিয়ে সে বাড়ি ফিরছিল। রাস্তার একধারে ফসল অন্য পাশে পুকুরছিল নতুন জোয়ারের পানির টানে সে হাতাল ভেঙ্গে গিয়েছিল এবং সামান্য পানিতে ডুবা ছিল। হাটতে গিয়ে পা পিছলে পানিতে পরে ডুবে মারা গেছে। বাড়ির সামনে ভুবেনশ্বর নদী বন্যার পানিতে ছয়লাব হয়ে গেছে আশপাশের সমস্ত এলাকা। প্রতিবেশী শিশুদের সাথে খেলা শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসী উক্ত পুকুর থেকে শিশুটিকে উদ্ধারের পর দ্রুত চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার আসিফ ইকবাল শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন।
জানা যায়, গত কথয়েক দিন ধরে উপজেলার উক্ত নদীটি নতুন পানিতে ছয়লাব হয়ে রয়েছে। ঘটনার দিন বাড়ীর সামনে নদীতে নতুন পানি দেখে বাড়ি ফিরছিল। এ সময় সাতার না জানা শিশুটি গভীর পানিতে পরে আর উঠতে পারে নাই। পরে স্থানীয়রা ঘটনা জানতে পেরে উক্ত পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করেন।
Leave a Reply