বিনোদন ডেস্কঃ উত্তপ্ত সীমান্ত । আর সেই কারনেই, লাদাখ সীমান্তের উত্তেজনার আঁচ এবার লাগলাে টলিপাড়াতে ও । একটি সিনে পুরস্কারের সঙ্গে যুক্ত রয়েছে এক চিনা কোম্পানি, শুধু এই কারনেই সেই পুরস্কার সরাসরি প্রত্যাখ্যান করলেন টলিউড সুপারস্টার জিৎ। কিছুদিন আগে এক সংস্থা চলচ্চিত্র পুরস্কার প্রদানের এক ‘ভার্চুয়াল অনুষ্ঠানের আয়ােজন করেছিলাে। সেখানে দর্শকদের বিচারে সেরা অভিনেতার শিরােপা পেয়েছিলেন জিৎ। কিন্তু এই মুহূর্তে সীমান্তের পরিস্থিতি বিবেচনা করে সােশ্যাল মিডিয়াতে একটি ভয়েজ নােট পােস্ট করে জিৎ জানিয়ে দিয়েছেন, তিনি এই পুরস্কার গ্রহণ করতে পারছেন না। যে সমস্ত দর্শকরা তাঁকে ভােট দিয়েছেন, তাঁদের ধন্যবাদ জানিয়ে এই টলিউড সুপারস্টার বলেন, পুরস্কার পেলে সবসময়ই ভালাে লাগে। বাড়ির লােক, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, ভক্তদেরও ভালাে লাগে। আর ট্রফি দেখে বাড়ির বাচ্চারা খুবই আনন্দ পায়।
কিন্তু এই পুরস্কার গ্রহণে আপত্তির জায়গাটা ঠিক কোথায়? সেই বিষয়টিও জিৎ স্পষ্ট করেছেন, অনেকেই হয়তাে জানেন না, এই পুরস্কারের সঙ্গে একটি চিনা কোম্পানি যুক্ত রয়েছে। আমার নিজের কারােও সঙ্গে কোনও সমস্যা। নেই। কিন্তু এখন আমাদের দেশের সঙ্গে চিনের সম্পর্ক ভালাে নয়। ওই দেশের আগ্রাসী মনােভাবেই আমাদের। দেশের সেনাদের প্রাণ দিতে হচ্ছে। এই অবস্থায় এই পুরস্কার আমি গ্রহণ করতে পারছি না।’
সীমান্তে দেশের সেনাদের মতাে লড়াই করতে না পারলেও, এটুকু কাজ দেশের জন্য করাই যায় বলে মনে করেছেন জিৎ, তাই বলেছেন, “এই পুরস্কার তাই প্রত্যাখ্যান করলাম৷” এই নিয়ে তোলপাড়া শোবিজ অজ্ঞন।। জিৎ এর দেশাত্ববোধ দেখে রীতিমত হইচই পড়েছে, সোশ্যাল মিডিয়ায়।
Leave a Reply