ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থী এ.কে. আজাদের সমর্থকদের মারধোর ও লিফলেট ছিনতাই
ফরিদপুর অফিস
ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এ.কে. আজাদের সমর্থকদের মারধোর ও হুমকি প্রদান করেছে আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের সমর্থকেরা। এসময় এ.কে. আজাদের ঈগল মার্কার লিফলেট ছিনতাই করে নিয়ে যায় তারা।
মঙ্গলবার দুপুর ২ টার দিকে ফরিদপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ডের মাহমুদপুর এলাকায় এ.কে. আজাদের সমর্থক রনি মোল্লা ও কাইয়ুম মোল্লাকে পিটিয়ে আহত করা হয়। এ হামলার ঘটনায় রনি মোল্লা ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে দুপুর ৩ টার দিকে পৌরসভার ১১ নং ওয়ার্ডের রাজ্জাকের মোড়ে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ নুসরাত রাসুল তানিয়ার নির্বাচনী প্রচারণার সময় তার পথরোধ করে হুমকি প্রদান করে এবং ঈগল মার্কার লিফলেট ছিনতাই করেন শামীম হকের সমর্থকেরা।
জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ নুসরাত রাসুল তানিয়া বলেন, আমরা ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এ.কে. আজাদের নির্বাচনী প্রচারনা জন্য বের হয়েছিলাম। আলীপুরের রাজ্জাকের মোড়ে আমরা উপস্থিত হলে শামীম হকের সমর্থক এজাজ খানের বাহিনি প্রায় ৩০-৪০ টা মোটর সাইকেল নিয়ে আমাদের ঘিরে ধরে। এসময় আমরা আলীপুরে এ.কে. আজাদ চাচার কোন নির্বাচনী ক্যাম্পেইন করতে পারবো না বলে চলে যেতে বলেন। ভবিষ্যতে এ এলাকায় প্রচারণা করতে আসলে হাত-পা ভেঙ্গে দেওয়ারও হুমকি দেওয়া হয়। এসময় আমাদের কাছে থাকা ঈগল মার্কার সকল লিফলেট তারা ছিনতাই করে নিয়ে চলে যায়। আমাদের নেত্রী চুমকির কাছ থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
এর আগে মাহামুদপুর এলাকায় এ.কে. আজাদের নির্বাচনী প্রচারনা করার জন্য স্থানীয় নান্নু মোল্লার ছেলে রনি মোল্লা ও কাইয়ুম মোল্লাকে পিটিয়ে গুরুত্বর আহত করা হয়।
কাইয়ুম মোল্লা বলেন, আমার বাবা ও আমার পরিবারের সবাই এ.কে. আজাদ চাচার সমর্থকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। আমার বাবা নান্নু মোল্লা এই সেন্টার কমিটির সভাপতি। আজ দুপুর ২টার দিকে আমার বড় ভাইয়ের মুদি দোকান খুলতে আমি দোকানে যাই । দোকান খুলবো এমন সময়ই শামীম হকের ভাতিজা সন্ত্রাসী মোস্তফার নেতৃত্বে আজাদ, আসাদ ও চুন্নু আমাকে পেছন থেকে লাঠি দিয়ে হামলা চালায়। তারা এসময় আমাকে বলতে থাকে তোরা আর আজাদের নির্বাচনী প্রচারণায় যেতে পারবি না। এখন থেকে নৌকার প্রচারনা করবি, তাহ না হলে তোদের মেরে ফেলবো। এই বলে আমাকে পিটাতে থাকে। এক পর্যায়ের আমার ভাই রনি আমাকে বাঁচাতে এলে তাকেও পিটিয়ে আহত করে। আমার ভাই রনি এখন ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।
ফরিদপুর কোতয়ালী থানার ওসি (অপারেশন) গাফ্ফার হোসেন বলেন, দুটি ঘটনা সর্ম্পকে আমরা অবগত আছি। লিখিত অভিযোগ পেলে ব্যাবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, দ্বৈত নাগরিকত্বর থাকার অভিযোগ দেওয়ায় নির্বাচন কমিশন ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের প্রার্থীতা বাতিল করে। আজ মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত শামীম হকের প্রার্থীতা বৈধ ঘোষনা করেন। শামীম হকের প্রার্থীতা বৈধ ঘোষনার পরই হকের সমর্থকেরা স্বতন্ত্র পার্থীর এ.কে. আজাদের সমর্থকদের উপর হামলা চালানো শুরু করে।
Leave a Reply