এ উপলক্ষে আজ সকালে শহরের আলিপুর গোরস্তানে তার কবরে পুষ্পমাল্য অর্পন ও দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল ফয়েজ শাহনেয়াজ, শামসুদ্দীন মোল্লার ছেলে জুবায়ের জাকির, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সাবেক যুবলীগ নেতা লিয়াকত হোসেন প্রমূখ। এরপর তারা রাজেন্দ্র কলেজ মাঠে বৃক্ষরোপন করেন।
এদিকে তার মৃত্যুবাষির্কীকে স্মরন করে আজ সন্ধ্যায় ফরিদপুর প্রেসক্লাবে এক স্মরন সভার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক দেশের সংবিধান প্রণেতাদেরর একজন ছিলেন অ্যাডভোকেট শামসুদ্দীন মোল্লা। জাতীয় রাজনীতির পাশাপাশি ফরিদপুরের আঞ্চলিক রাজনীতিতে তার ভূমিকা ছিল কিংবদন্তির মতো। ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার সদরদী গ্রামে খ্যাতনামা রাজনীতিক শামসুদ্দীন মোল্লার জন্ম ১৯২১ সালের ২০ এপ্রিলে।
Leave a Reply