1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য যুদ্ধ চালিয়ে যেতে হবে- শামা ওবায়েদ ফরিদপুরে তরমুজবাহী ট্রাক, মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে দুই জন নিহত, আহত-১ সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ দেয়া হবে না – ড. আসাদুজ্জামান রিপন ইউএনও’র সহযোগিতায় হুইল চেয়ার এবার আমি স্কুলে যেতে পারবো, প্রতিবন্ধী শিক্ষার্থী রহমান মধুখালীতে দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল চালকের সহকারীর  নানা আয়োজনে পল্লীকবি জসিম উদদীন এর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত দলের দুঃসময়ের নেতাকর্মীদের মুল্যায়ন করতে হবে : ফরিদপুরে শামা ওবায়েদ। বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সদরপুরে নির্বাচন কমিশনের স্টান্ড ফর এন আই ডি কর্মসুচী পালন ভোটার তালিকা রক্ষা করুন, গণতন্ত্র নিশ্চিত করুন এর দাবিতে নির্বাচন অফিসের মানববন্ধন
শিরোনাম :
ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য যুদ্ধ চালিয়ে যেতে হবে- শামা ওবায়েদ ফরিদপুরে তরমুজবাহী ট্রাক, মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে দুই জন নিহত, আহত-১ সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ দেয়া হবে না – ড. আসাদুজ্জামান রিপন ইউএনও’র সহযোগিতায় হুইল চেয়ার এবার আমি স্কুলে যেতে পারবো, প্রতিবন্ধী শিক্ষার্থী রহমান মধুখালীতে দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল চালকের সহকারীর  নানা আয়োজনে পল্লীকবি জসিম উদদীন এর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত দলের দুঃসময়ের নেতাকর্মীদের মুল্যায়ন করতে হবে : ফরিদপুরে শামা ওবায়েদ। বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সদরপুরে নির্বাচন কমিশনের স্টান্ড ফর এন আই ডি কর্মসুচী পালন ভোটার তালিকা রক্ষা করুন, গণতন্ত্র নিশ্চিত করুন এর দাবিতে নির্বাচন অফিসের মানববন্ধন

ফরিদপুরে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে কাফনের কাপড় পরে রেললাইনে শুয়ে ট্রেনের গতিরোধ

  • Update Time : শনিবার, ১১ মে, ২০২৪
  • ২২১ Time View

ফরিদপুরে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে কাফনের কাপড় পরে রেললাইনে শুয়ে ট্রেনের গতিরোধ

শহর প্রতিনিধি :

রাজবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘চন্দনা কমিউটার ট্রেন’ ফরিদপুর রেলস্টেশনে যাত্রাবিরতির (স্টপেজ) দাবিতে আবারও অবস্থান কর্মসূচি পালন করেছে ফরিদপুরবাসী। এসময় তারা রাজবাড়ী থেকে ছেড়ে আসা ট্রেনের গতিরোধ করে বিক্ষোভ এবং কাফনের কাপড় শরীরে জড়িয়ে রেল লাইনে শুয়ে ট্রেনের গতিরোধ করে।

শনিবার (১১ মে) ভোরে ফরিদপুর রেলস্টেশনে এ বিক্ষোভ কর্মসূচি করে ফরিদপুরের সর্বস্তরের জনগণ সম্বলিত লেখা ব্যানারে।

রাজবাড়ী থেকে ঢাকার উদ্দ্যেশ্যে ছেড়ে আসা চন্দনা কমিউটার ট্রেন ভোর সাড়ে ৫টায় ফরিদপুর এসে পৌঁছালে ট্রেনটির গতিরোধ করে স্থানীয়রা। ফরিদপুর রেলস্টেশনে যাত্রাবিরতির দাবী জানিয়ে এসময় তারা কাফনের কাপড় পরে রেললাইনে শুয়ে পরে বিক্ষোভ করতে থাকে।

বিক্ষোভের মুখে পড়ে প্রায় ৪০ মিনিট ট্রেনটি ফরিদপুর স্টেশনে অবস্থান করে। পরে ট্রেনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে অবস্থানকারীরা সরে গেলে ৬টা ১০ মিনিটের দিকে ভাঙ্গা হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি।

এসময় বিক্ষুব্ধ জনতা ৪৮ ঘন্টার আল্টিমেটাম ঘোষণা করে। এই সময়ের মধ্যে ট্রেনের স্টপেজ না দেওয়া হলে লাগাতার কর্মসূচীর ঘোষণা দেওয়া হবে বলে জানান তারা।

এর আগে একই দাবীতে গত ৫ মে ট্রেন চালুর দিনও স্টপেজের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

স্থানীয় বাসিন্দা আবরার নাদিম ইতু বলেন, বর্তমান সরকারের সাফল্যের আরেকটি নতুন অধ্যায় শুরু হলো রাজবাড়ী থেকে ভাঙ্গা হয়ে ঢাকার সাথে নতুন দুটি কমিউটার ট্রেন চালু। তবে অত্যন্ত দুঃখের বিষয় হলো, ফরিদপুরের উপর দিয়ে গেলেও ফরিদপুর রেলস্টেশনে কোন স্টপেজ রাখা হয়নি। এতে ফরিদপুরের যাত্রীরা সুলভে ঢাকার সাথে যাতায়াতের সুবিধা থেকে বঞ্চিত হলো। চাকুরীজীবিরাও যাতায়াতে বঞ্চিত হবে। এ সিদ্ধান্ত থেকে সরে এসে অনতিবিলম্বে ফরিদপুর রেলস্টেশনে এই চন্দনা কমিউটার ট্রেনের স্টপেজের দাবি জানাই।

তিনি আরো বলেন, গত ৫ মে ট্রেন চালুর দিনে স্টপেজের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। আজ আবারো কর্মসূচী পালন করেছি, আগামী ৪৮ ঘন্টার মধ্যে স্টপেজ দেওয়ার ব্যবস্থা করা না হলে লাগাতার কর্মসূচী শুরু করা হবে।

আরেক বাসিন্দা শরিফ খান বলেন, এই রুটে অন্যান্য ট্রেনের ফরিদপুর স্টেশনে যাত্রাবিরতি রয়েছে। কিন্তু চন্দনা কমিউটার ট্রেনের কোনো যাত্রাবিরতি রাখা হয়নি। একমাত্র এই ট্রেনটিতেই চাকুরীজীবিরা সকালে ফরিদপুর থেকে ঢাকায় গিয়ে সন্ধ্যায় ফিরে আসতে পারবে। দুঃখের বিষয় হলো এই ট্রেনটির যাত্রাবিরতি ফরিদপুরে নেই। দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবী জানাই ফরিদপুর স্টেশনে ট্রেনটির স্টপেজের।

রাজধানী ঢাকার সাথে যোগাযোগব্যবস্থা সহজ করতে রাজবাড়ী-ভাঙ্গা-ঢাকা পথে বাণিজ্যিকভাবে নতুন করে এক জোড়া কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। এর আগে ৪ মে আনুষ্ঠানিকভাবে ট্রেনটির উদ্বোধন করেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম এমপি। তবে ফরিদপুর রেলস্টেশনে কোন যাত্রাবিরতি না থাকায় এ নিয়ে ফরিদপুরের রেলযাত্রীদের মাঝে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে।

তবে চন্দনা কমিউটার ট্রেনের পরিচালক রেজাউল করিম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে। দ্রুতই স্থানীয়দের দাবীর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

মূলত একটি ট্রেন দুটি ইঞ্জিন দিয়ে পরিচালিত হবে দুটি রুটে দুটি নামে। রাজবাড়ী থেকে ট্রেনটি এসে ভাঙ্গায় যাত্রবিরতি নেবে। সেখানে ইঞ্জিন বদলে আবার ঢাকা যাবে। এর মধ্যে ঢাকা-ভাঙ্গা রুটে ১২১ ও ১২৪ নম্বর ট্রেনটির নাম প্রস্তাব করা হয়েছে ‘ভাঙ্গা এক্সপ্রেস’। আর ভাঙ্গা-রাজবাড়ী রুটে ১২২ ও ১২৩ নম্বর ট্রেনের নাম নির্ধারণ করা হয়েছে ‘চন্দনা এক্সপ্রেস’।

রেলওয়ে সূত্রে জানা যায়, ট্রেনটি প্রতিদিন সকাল ৭টা ১৫ মিনিটে ভাঙ্গা স্টেশন থেকে ছেড়ে শিবচর স্টেশন, পদ্মা স্টেশন পদ্মা সেতু ও মাওয়া স্টেশন হয়ে ৯টার মধ্যে ঢাকার কমলাপুর পৌঁছাবে। এর আগে ট্রেনটিই রাজবাড়ী থেকে ছেড়ে আসবে ভোর ৫টায়। সন্ধ্যা ৬টায় ট্রেনটি কমলাপুর থেকে আবারও একই রুটে ফিরে আসবে। কর্মজীবী যাত্রী ও শিক্ষার্থীরা এই ট্রেনে চড়ে স্বল্প খরচে বাড়ি থেকে ঢাকা যাতায়াত করতে পারবেন।

রাজবাড়ী-ভাঙ্গা-ঢাকা রুটে চলাচলকারী এই কমিউটার ট্রেন ২৪টি প্রথম, ৪৪টি শোভন চেয়ার এবং ৪২৪টি শোভন শ্রেণির আসনের ব্যবস্থা থাকবে। উভয় পথে ভাঙ্গা জংশন, শিবচর, পদ্মা ও মাওয়া স্টেশনে যাত্রাবিরতি থাকবে। সাপ্তাহিক বন্ধ শুক্রবার। এই ট্রেনে শোভন চেয়ারে শিবচর থেকে ঢাকার ভাড়া ২০৫ টাকা এবং ভাঙ্গা থেকে ঢাকা ২২৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

এই রেলপথ দিয়ে বেনাপোল এক্সপ্রেস, সুন্দরবন, রাজশাহী ও নকশীকাথা এক্সপ্রেস চলাচল করে। চারটি ট্রেনেরই ফরিদপুরে যাত্রাবিরতি রয়েছে। কিন্তু চন্দনা কমিউটার ট্রেনের যাত্রাবিরতি ফরিদপুর রেলস্টেশনে না থাকায় এই বিক্ষোভ করে ফরিদপুরের সর্বস্তরের জনগণ।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati