ফরিদপুরে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন
শহর প্রতিনিধি :
“আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, অর্থনৈতিক শক্তি, নার্সিং সেবার ভিত্তি’ এই শ্লোগানে ফরিদপুরে পালিত হলো আন্তর্জাতিক নার্সেস দিবস।
দিবসটি উপলক্ষে রবিবার দুপুরে ফরিদপুর জেনারেল হাসপাতালের হল রুমে আলোচনা সভা ও কেক কাটা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ফরিদপুর জেনারেল হাসপাতালের আরএমও ডা: গনেশ কুমার আগারওলা। এসময় আরো বক্তব্য রাখেন হাসপাতালের সিনিয়র নার্স মার্গরেট হান্না, ভারপ্রাপ্ত মেট্রন শাহানাজ বেগম, সিনিয়র নার্স ব্রেস মনি, ব্রাদার শহিদ, সিনিয়র স্টাফ নার্স দয়া রানি ঠাকুর, মো: আনসার আলী । পরে দিবসটি উপলক্ষে হাসপাতাল চত্তরে একটি রালী বের করা হয়।
Leave a Reply