হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার সাত দিন অতিবাহিত হলেও মধুখালী থানা পুলিশ একজন আসামীকে গ্রেফতার করতে পারেনি। আসামিদের গ্রেফতার ও সাধারণ মানুষকে পুলিশি হয়রানির প্রতিবাদে বাদীর পরিবার শনিবার সকালে নিজ গ্রাম কাটাখালীতে এক সংবাদ সম্মেলন করেছে । এ সময় লিখিত অভিযোগ পাঠ করেন নিহত সিদ্দিক মোল্লার মেয়ে আসমা খাতুন। মধুখালী উপজেলার কোরকদি ইউনিয়নের কাটাখালী গ্রামে নিহত সিদ্দিক মোল্লার বাড়িতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে-
হত্যাকাণ্ডের নানা সত্য ঘটনা নিহত সিদ্দিক মোল্লার ছোট মেয়ে ক্যামেরার সামনে সাংবাদিকদের বলেন সকাল দশটায় বাগাটের লাল খান একদল সন্ত্রাসী সাথে নিয়ে অতর্কিত ভাবে আমাদের বাড়িতে হামলা করে আমার ভাই কামরুল, হানিফ এর উপর এলোপাতাড়িভাবে দেশি অস্ত্র দিয়ে কোপাতে থাকে এ সময় আমার বাবা সিদ্দিক মোল্লা তাদের কাছে হাতজোড় করে আমার ভাইদের প্রাণ ভিক্ষা চাই এই সময় বাগাট ইউনিয়নের কুখ্যাত চেয়ারম্যান মতিয়ার রহমান সকলের উদ্দেশ্যে বলে শালাদের শেষ করে দেয় ঠিক সেই মুহূর্তে লাল খানের হাতে থাকা রামদা দিয়ে আমার বাবার বুকে কফ মারে এসময় আমরা লক্ষ করি এলাকার কুখ্যাত রাজাকার পুত্র আহমদ তার হাতে থাকা অস্ত্র দিয়ে আমার চাচাতো ভাই ও ভাইদেরকে এলোপাতাড়িভাবে মারতে থাকে। এ সময় আহমদ এর সাথে এই হত্যাযজ্ঞের অংশগ্রহণকারী হাফিজুর খাইরুল কোবাদ জিহাদ মাহবুব আমাদের শাসিয়ে যায় এরপর জমি দখলে গেলে তোদের পরিবারের সবাইকে মেরে ফেলবো সময় কথা হয় নিহত সিদ্দিক মোল্লার ভাতিজা হারুন মোল্লা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কামরুজ্জামান কামারখালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ বশির উদ্দিন তারা বলেন আমরা শুনেছি লালখান নিজের হাতে থাকা রামদা দিয়ে আমার চাচাকে হত্যা করেছে এই হত্যাযজ্ঞ অংশগ্রহণ করেছে রাজাকারপুত্র আহমদ সহ লাল বাহিনীর চিহ্নিত সন্ত্রাসী হাফিজুর খাইরুল জিহাদ সহ অন্যান্যরা নাম প্রকাশে অনিচ্ছুক উপস্থিত একজন বলেন এই হত্যাকাণ্ডের আগেরদিন চন্দনা দখল করে গড়ে ওঠা লাল বাহিনীর টর্চার সেল লালের ঘরে নিহত সিদ্দিক মোল্লাকে হত্যার পরিকল্পনা করা হয় সেই পরিকল্পনায় অংশগ্রহণ করে ডুমা ইন ইউনিয়নের চেয়ারম্যান মাদক সম্রাট খুরশিদ আলম মাসুম সহ ওই এলাকার কুখ্যাত মাদক সম্রাট টাক সেলিম, কুখ্যাত জামাল শিকদার টপ সম্রাট সুজল, জিবলু মোল্লা, স্বপন শেখ আজিজুল মেম্বার, নুর ইসলাম, জাকিদুল শেখ, আশরাফ ফকির, ইলিয়াস শেখ এবং সমাজের একমাত্র শিক্ষিত সমাজ স্বীকৃতি বিদ্যুৎ ও ত্রাণ চোর দেবপ্রসাদ রায়, লালখান ও মতিয়ার রহমান। যারা কিনা খুনিদের বাঁচানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে। সংবাদ সম্মেলন শেষে সিদ্দিক মোল্লার ভাতিজা যে জায়গায় নির্মমভাবে তাকে হত্যা করা হয় সেই জায়গা দেখিয়ে বলেন ফরিদপুর পুলিশ সুপার মহোদয় কে আমার চাচার রক্তমাখা এই জায়গা দেখেছি তিনি আমাদেরকে বলেছিলেন আসামি দ্রুত গ্রেপ্তার করা হবে আমি ফরিদপুর পুলিশ সুপার মহোদয়ের কাছে অনুরোধ করবো আমরা যেন চাচা হত্যার বিচার পাই এসময় নিহত সিদ্দিক মোল্লার ছেলে আবেগজড়িত কণ্ঠে বলেন আমার ভাই হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমার বৃদ্ধ মাকে তারা মেরে আহত করেছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার না হলে আমরা মধুখালী থানার ওসির বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হব নিহতের পরিবার আরো জানান মধুখালী থানার ওসি আমিনুল ইসলাম আসামিদের কে পাহাড়া দিয়ে রেখেছে কুখ্যাত রাজাকার আহমদ এই মামলার অন্যতম আসামি তার বাড়ি পুলিশ বাহিনী দিয়ে পাহারা দিচ্ছে, আমরা জানতে পেরেছি বাগাটের খান পরিবারের আসামিরা যারা আমার বাবাকে হত্যা করেছে প্রকাশ্যে বাগাট বাজারে ঘুরে বেড়াচ্ছে আমরা, ওসি মধুখালীর এই কর্মকান্ডে আশ্চর্য হচ্ছি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানাতে চাই আমরা এতিম সন্তানেরা পিতৃহত্যার বিচার পাব কি? উপস্থিত নিহত সিদ্দিক মোল্লার ভাতিজা ওলিয়ার রহমান ও প্রতিবেশী মোশাররফ হোসেন বলেন এই এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী মেজবা নামের একটি ছেলেকে দিয়ে এই হত্যাকাণ্ডের মোটিভ কে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য মিথ্যা নাটক সাজিয়ে জানাজার নামাজে বিক্ষোভরত জনতার স্লোগানে এর মধ্যে অন্য শব্দ সংযোগ করার চেষ্টা করছে যা পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হয়েছে, সেখানে হাজারো জনতা খুনিদের ফাঁসি চাই ফাঁসি চাই স্লোগান দিয়েছিল বিষয়টি নিয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলামের সাথে কথা বললে তার বিরুদ্ধে অভিযোগের কথা অস্বীকার করে বলেন আমি আসামিদের ধরার জন্য চেষ্টা করে যাচ্ছি উল্লেখ্য গত ২ জুলাই কাটাখালি গ্রামের নিজ বাড়িতেই সিদ্দিকুল্লা সন্ত্রাসী নৃশংস পাশবিকতার শিকার হন হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন এরপর গত ৪ জুলাই লাল খানকে প্রধান আসামী এবং মতিয়ার রহমান খানকে হুকুমের আসামি করে মধুখালী থানায় একটি মামলা দায়ের হয় মামলা নাম্বার ৪ তারিখ ০৪/০৭/২০, সংবাদ সম্মেলনে নিহতের পরিবারের সাথে কয়েক শ’ নারী-পুরুষ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
Leave a Reply