ফরিদপুরে মাদক ও নারী ব্যবসা নিয়ে পুলিশ সুপারের হুশিয়ারী
শহর প্রতিনিধি ঃ
ফরিদপুরে মাদক ও নারী ব্যবসা বন্ধ করতে সকলের সহযোগিতা কামনা করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম। আজ সোমবার বিকালে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এদিন ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান ট্রাস্ট কর্তৃক নির্মিত মসজিদ ও ব্যারাক ভবনের উদ্বোধন করা হয়। পরে থানা চত্ত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
এ সময় ফরিদপুরের সমাজ ও প্রতিটা থানা হবে মাদকমুক্ত- এমন অঙ্গিকার ব্যক্ত করে সকলের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, যেখানেই আপনারা মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের খোঁজ পাবেন আমাকে মেসেজের মাধ্যমে জানাবেন বা ত্রিপল নাইনে কল দিবেন। মাদক ব্যবসায়ী যেই হোক না কেন, সে যতই শক্তিশালী হোক না কেন তার মূল যত ভেতরেই থাকনা কেন, আমি সেই মূলকে উপরে ফেলব। প্রতিটি মাদক ব্যবসায়ীকে বাঁধা সৃষ্টি করা হবে, তার ব্যবসাকে অস্বস্তি পরিবেশে সৃষ্টি করব, যাতে সে মাদক ব্যবসা করতে না পারে।
জেলার আবাসিক হোটেলে অসামাজিক ব্যবসাকে তিনি বন্ধ করবেন- এমন হুশিয়ারী দিয়ে বলেন, এই ব্যবসাকে আমি চরম ঘৃণা করি। এটি চরম অন্যায়। এই ব্যবসার সাথে শুধু হোটেল মালিক জড়িত নয়, এর সাথে অনেক ইন্টারেষ্টিং (লাভজনক) গ্রুপ জড়িত রয়েছে। আমি যতদিন ফরিদপুরে আছি ততদিন নারী বা দেহব্যবসাকে সমূলে বন্ধ করার চেষ্টা করব। আমি কথা দিচ্ছি, এই নারী ব্যবসা আমি বন্ধ করবই।
তিনি নারী ও মাদক ব্যবসা বন্ধ করতে সকলের সহযোগিতা কামনা করে বলেন, আপনারা শুধু আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আপনারা আমাকে একটা বলবেন, পেছনে গিয়ে আরেকটা করবেন, সেটা করতে পারবেন না।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অকো-টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সাজিদ-সোবহান ওয়েলফেলার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, শিল্পপতি মীর মোবাশ্বের আলী স্বপন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, প্রবীণ সাংবাদিক প্রফেসর মোঃ শাহজাহান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর রমা সাহা, নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, এ্যাডভোকেট শিপ্রা গোস্বামী সহ অনেকে।
এতে সভাপতিত্ব করেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসানুজ্জামান হাসান। এ সময় তিনি বিগত চার মাসে কোতয়ালী থানা পুলিশের কর্মকান্ড সম্পর্কে সকলকে অবগত করেন।
আলোচনা সভাশেষে পুলিশ সুপারের হাতে মসজিদ ও ব্যারাক ভবনের চাবি হস্তান্তর করেন ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। এরআগে অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মসজিদ ও ব্যারাক ভবনের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
Leave a Reply