পরিবেশের ভারসাম্য রক্ষায় নদীর কচুরিপানা অপসারণ, মৎস্য অবমুক্ত ও বৃক্ষ রোপন অভিযান
শহর প্রতিনিধি:
ফরিদপুরে কুমার নদ কে দুষনের হাত থেকে রক্ষা করতে কচুরিপানা অপসারণ ও নদীতে মাছ অবমুক্তসহ নদী পারে বৃক্ষ রোপন কর্র্মসূচী পালন করা হয়। এছাড়াও নদীতে ময়লা আবর্র্জনা না ফেলা, চায়না দুয়ারিসহ কারেন্ট জাল ব্যবহার না করাসহ জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবেশের ভারসাম্য রক্ষায় এই অভিযান পরিচালিত হয়।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুন্ডা বাজার এলাকায় জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এর নের্র্তৃত্বে কয়েকশ মানুষ কুমার নদের দুষন রক্ষায় এই কর্র্মসূচী হাতে নেয়া হয়।
নদীর কচুরিপানা অপসারন, পরিস্কার-পরিছন্নতা ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপন কর্র্মসূচী বিষয়ক আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ইয়াছিন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, সদর উপজেলা চেয়ারম্যান সামসুল আলম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মীকর্তা তামান্না তাসনিম, গেরদা ইউপি চেয়ারম্যান শাহ মোহম্মদ এমার হক।
জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন,নদীতে কচুরিপানা জমে থাকায় নদীর পানি দুষিত হয়। নদীতে দেশীয় মাছ উৎপাদনে ঘাটতি হয়ে থাকে। এছাড়া নদীর পানি অনুপযোগী হওয়ায় কোন কাজে মানুষ সেগুলো ব্যবহার করতে পারে না। জেলা প্রশাসনের আয়োজনে গতবছর থেকে কুমার নদের কচুরিপানা অপসারনসহ নদীর দুষন রক্ষায় নানা কর্র্মসূচী পালন করা হচ্ছে। জেলাবাসীর সহযোগীতায় এগুলো অপসারন করা সম্ভব হচ্ছে।
এসময় এলাকার জনগন, মাছচাষীসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বাখুন্ডা বাজার এলাকায় কুমার নদে জমে থাকা কচুরিপানা অপসারনে সহযোগীতা করে।
পরে বাজারের বজ্য নদীতে না ফেলার অনুরোধ করে ও তাদের মাঝে প্লাস্টিকের ডাসবিন বিতরন করা হয়। এছাড়া নদীর পার,বাজার ও স্কুল কলেজ প্রাঙ্গনসহ বিভিন্ন স্থানে ২শ বৃক্ষ রোপন করা হয়।
Leave a Reply