মধুখালীতে বিএনপির উপজেলা কার্যালয়ের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মধুখালী প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মধুখালী উপজেলা শাখার কার্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টায় ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী বাজারসংলগ্ন জান্নাত আরা ম্যানশনের দ্বিতীয় তলায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি মধুখালী উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ গোলাম মোস্তফা বাকি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন কার্যালয়ের উদ্বোধন ঘোষণা করেন আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম, সহ-সভাপতি, জাতীয়তাবাদী কৃষক দল ও সাবেক সংসদ সদস্য (ফরিদপুর-১ আসন)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: আতাউর রশিদ বাচ্চু, যুগ্ম আহ্বায়ক, ফরিদপুর জেলা বিএনপি মোঃ আজম খান, যুগ্ম আহ্বায়ক, ফরিদপুর জেলা বিএনপি শ্রী বাবলু কুমার রায়, উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব, সদস্য রাকিব হোসেন চৌধুরী ইরান, সদস্য হায়দার আলী মোল্লা, সদস্য আব্দুল আলিম মানিক, সদস্য কাজী মামুন, সদস্য হাবিবুর রহমান হাবিব, সদস্য সাইদুর রহমান সাঈদ, সদস্য জাহাঙ্গীর আলম, সদস্য কনক হাসান মাসুদ, সদস্য মোঃ শাহিন মিয়া,মোঃ মাহফুজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদল, মধুখালী পৌর বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম ফকির, সদস্য সচিব মোঃ কামরুজ্জামান মিন্টু, সদস্য ফরিদুল ইসলাম সাগর, সদস্য মোঃ ইয়াসিন বিশ্বাস, সদস্য ডা. পীযুষ মিত্র, সদস্য জাহিদুল ইসলাম মুকুল, সদস্য জাহাঙ্গীর হোসেন, মধুখালী উপজেলা যুবদলের আহ্বায়ক এস. এম. মোক্তার হোসেন,সদস্য সচিব মোঃ তারিকুল ইসলাম এনামুল, মধুখালী উপজেলা কৃষক দলের আহবায়ক মেহেদী হাসান মুন্নু, সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল, মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আকরাম হোসেন খান, সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম লিটন, মধুখালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ওমর ফারুক, সদস্য সচিব সাদ্দাম আরেফিন সহ আরো অনেকে। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এবং বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলনের সফলতা কামনা করা হয়।
Leave a Reply