সালথা প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও সরকারী জায়গা দখল করায় দুই স্থানে দুটি ড্রেজার মেশিন ধ্বংস করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (২৪জুন) বিকালে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের নিধিপট্টি মাটিয়াদহ নদী ও সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে এ অভিযান চালানো হয়। এসময় ভ্রাম্যমান অাদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, উপজেলার রামকান্তপুর ইউনিয়নের নিধিপট্টি মাটিয়াদহ নদীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বাণিজ্যিকভাবে বালু উত্তোলন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাাও সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে সরকারী জায়গা দখল করায় ড্রেজার মেশিন আগুণে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।  ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় জরিমানা করা  হয়নি। ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
                     
					
					
Leave a Reply