স্টাফ রিপোর্টার :
দৌলতদিয়া ফেরি ঘাটের শাকিল সোহান মৎস আড়তের মালিক শাজাহান মিয়া জানান, শুক্রবার বিকেল পৌনে তিনটার সময় পদ্মা নদীর দৌলতদিয়া অংশে জাল ফেলে আনন্দ হলদার।
এ সময় তার জালে বিশাল আকৃতির এই বাগাইর মাছটি ধরা পরে। মাছটির ওজন দিয়ে দেখাযায় তার ওজন ৩৫ কেজি ৭’শ গ্রাম। মাছটি এক হাজার টাকা দরে মোট ৩৫ হাজার টাকায় ক্রয় করে ঢাকার এক ব্যাবসায়ীর কাছে ১ হাজার দুই শত টাকা কেজি দরে মোট ৪২ হাজার বিক্রি করার হয়েছে বলে জানান তিনি।
Leave a Reply