1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৬ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
সাত দফা দাবি আদায়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদের মানববন্ধন ‌ ও সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য নিহত পাল্টে গেছে পরিবেশ বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফরিদপুরে বাস ছিনতাই ও সহকারী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড ফরিদপুরে বিশ্ব গণতন্ত্র দিবস পালিত অস্ত্র মামলায় ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতির ১৭ বছরের সশ্রম কারাদন্ড ফরিদপুরে প্রতিমা ভাংচুরের অভিযোগে ‌ এক ব্যক্তিকে গ্রেফতার করছে পুলিশ ফরিদপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী ও জাকের পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত নার্সিং পেশা নিয়ে কটুক্তি ও অবমাননার প্রতিবাদে মানববন্ধন করেছে ফরিদপুর নার্সিং সংস্কার পরিষদ ফরিদপুরে নবাগত জেলা প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত
শিরোনাম :
সাত দফা দাবি আদায়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদের মানববন্ধন ‌ ও সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য নিহত পাল্টে গেছে পরিবেশ বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফরিদপুরে বাস ছিনতাই ও সহকারী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড ফরিদপুরে বিশ্ব গণতন্ত্র দিবস পালিত অস্ত্র মামলায় ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতির ১৭ বছরের সশ্রম কারাদন্ড ফরিদপুরে প্রতিমা ভাংচুরের অভিযোগে ‌ এক ব্যক্তিকে গ্রেফতার করছে পুলিশ ফরিদপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী ও জাকের পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত নার্সিং পেশা নিয়ে কটুক্তি ও অবমাননার প্রতিবাদে মানববন্ধন করেছে ফরিদপুর নার্সিং সংস্কার পরিষদ ফরিদপুরে নবাগত জেলা প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

ব্যবসায়ীদের বোবা কান্নার অশ্রু ঝরা ইতিহাস মূল নক্সা ভেঙ্গে ইচ্ছেমত দোকান নির্মাণ করা হয়েছে নিউ মার্কেটে! তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা চাই-শেখ ফিরোজ অভিযোগ ভিত্তিহীন-মীর আব্দুর রহিম বাদল

  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ১২১০ Time View

 

নিজস্ব প্রতিনিধি :
নানা ইতিহাস, ঐতিহ্যের পাদ ভূমি আমাদের এই ফরিদপুর। ইতিহাসের ধারায় ফরিদপুর গৌরবের শিখায় উত্তীর্ণ হয়েছে বার বার। সেই ফরিদপুরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র তিতুমীর বাজার (নিউ মার্কেট)-এর ব্যবসায়ীদের বোবা কান্নার অশ্রু ঝরা ইতিহাস অনেকেই জানেন। তৎকালীন সময় থেকে চলমান পরিস্থিতি ষড়যন্ত্র আর ষড়যন্ত্র। নির্মম, নিষ্ঠুর রাজনৈতিক থাবায় দীর্ঘদিনের মায়া, মমতা জড়ানো ব্যবসায়ীদের সত্ত্বা ছিড়ে নেওয়া হয়েছে এখানে। গুটি কয়েক ক্ষমতাধর ব্যক্তির লোভ-লালসায় বহিঃপ্রকাশ হয়েছে এখানে। সন্ত্রাসী হামলা, মামলা আর রক্ত-চক্ষুর ভয়ঙ্কর অধ্যায়গুলো অনেককে নিস্তব্ধ করেছে, নিস্ব করেছে, ক্ষতিগ্রস্থ করেছে। প্রতিবাদী কণ্ঠস্বর হওয়ায় অনেক ব্যবসায়ীকে মিথ্যে মামলার শিকার হতে হয়েছে, কারা বরন করতে হয়েছে, আবার কাউকে শহর ছাড়তে হয়েছে। লুণ্ঠনের অন্যায়, বন্টনকে মেনে নিতে হয়েছে নিরবে। দুঃখ, স্বপ্ন ভাঙার কান্না বালিশ চাপা দিয়ে অশ্রুতে ভেজানো হয়েছে। আজও অনেক ব্যবসায়ী সেইসব দিনের ইতিহাস ইতিবৃত্ত মনে করলে আতকে উঠেন। এই মার্কেট ও বাজারটিকে নিয়ে ষড়যন্ত্রের পালা নতুন নয়। বিগত থেকেই হয়ে এসেছে। বার বার অগ্নিকান্ডের ঘটনা ঘটানো হয়েছে। বাজারের নাইটগার্ড থেকে শুরু করে অনেকেই রাজনৈতিক ষড়যন্ত্রের হত্যার শিকার হয়েছেন। এই মার্কেট যখন কংক্রিটের আধুনিক ছোয়ার অন্তরালে দখল আর শতকোটি টাকার মুনাফা হাতিয়ে নেবার জাল বিস্তার করা হলো তখন শুরু হলো অন্য ষড়যন্ত্র। যারা প্রতিবাদী হলেন তাদের ভাগ্যে এলো সন্ত্রাসী মারপিট, আর মিথ্যে মামলা কারাভোগ। তৎকালীন তিতুমীর বাজারের সাধারণ সম্পাদক ঢাকায় রহস্যজনক সড়ক দুর্ঘটনায় নিহত মরহুম হারুনার রশিদ উচ্চ আদালতে ফরিদপুর থেকে ঢাকায় বার বার যাওয়া আসা করছিল। তার কাছেই ছিল ব্যবসায়ীদের ন্যায় সঙ্গত নথিপত্র। তখন সড়ক দুর্ঘটনায় হারুনার রশিদের মর্মান্তিক অকাল মৃত্যু বিষয়টি তখনকার ব্যবসায়ীদের নানা ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন করেছিল। রহস্যজনক এই মৃত্যু নিয়ে হয়রানির ভয়ে তখন কেউ টু শব্দ করেননি। এমন কি? শহরের ঝিলটুলী এলাকার এক সম্ভ্রান্ত প্রভাবশালী পরিবারের সদস্য হবার পরও তার পরিবার কোন কথা বলার সাহস পায়নি। দুই এক ক্ষেত্রে মানসিক সমর্থন দেওয়ায় হারুনার রশিদের ভাইয়ের ব্যবসায়ীক প্রতিষ্ঠান আরোগ্য সদন প্রাইভেট হাসপাতালকে তখন মোটা অংকের জরিমানা দিতে হয় ষড়যন্ত্রের ফঁাদে।

মার্কেট নির্মাণের প্রস্তুতি প্রকল্পে ব্রিটিশ আমল থেকে যারা এখানে ব্যবসা করে আসছিলেন তাদের ১৬৭টি দোকান মালিকের অঙ্গীকারনামার ভিত্তিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ নক্সা অনুমোদন দেয়। কিন্তু নক্সা বহিভর্ূতভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিতে প্রতিটি দোকানের আয়তন কমিয়ে প্রকৌশলগত নক্সাকে উপেক্ষা করে ১৬৭টি দোকানের বদলে ২০৫টি দোকান একেক ফ্লরে নির্মাণ করা হয়। এতে মার্কেটের পরিবেশগত ও স্বাস্থ্য ঝুঁকি বেড়েছে বলে ব্যবসায়ীক মহল মনে করে। টাকা আর টাকা চাই। তৎকালীন সময়ে রাজনৈতিক গডফাদাররা নিজেদের স্বার্থ সিদ্ধিতে এই অনিয়ম করেছে। এই মার্কেট সংক্রান্ত বিষয়ে বিজ্ঞ আদালতে বার বার মামলা হয়েছে। কিন্তু কোন ক্ষেত্রেই দখলবাজরা থামেনি। সাম্প্রতিক সময়ে নিউ মার্কেটের বর্তমান ব্যবস্থাপনা পরিষদের কয়েক কর্মকর্তার মধ্যে অন্তঃকোলহ দেখা যায়। যার প্রেক্ষিতে ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে গোলাম নবীকে সন্ত্রাসী হামলা করে গুরুতর আহত করা হয়। অনেক ব্যবসায়ী বলেন, নিজেদের মধ্যে গোপন মুনাফার অর্থ ভাগাভাগি নিয়ে এই সংঘাত হতে পারে। অন্তঃকোলহ তীব্র হচ্ছে। যে-কোন সময় বড় ধরনের ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে বর্তমান নিউ মার্কেটের আহবায়ক দাবিদার মীর আব্দুর রহিম বাদল-এর সাথে কথা হলে তিনি বলেন অভিযোগগুলো বিভ্রান্তিমূলক। নিজেদের মধ্যে অনাকাঙ্খিত একটি ঘটনা ঘটেছিল, সেটি মিমাংসা হয়েছে। মার্কেটের নক্সা বদল বিষয়ে তিনি বলেন পূর্বের নক্সা ভেঙ্গে সংশোধন করে প্রতিটি ফ্লোরে ১৮৮টি দোকান নির্মাণ করা হয়। দোকান বরাদ্দে কোন অনিয়ম নেই। লটারীর মাধ্যমে করা হয়েছে। যাদের ভাগে কম পড়েছে তারাই এখন নানা কথা বলছে। আমাদের ভিতরে কোন অন্তঃকোলহ নাই। মার্কেট নিয়ে মামলা আছে কিনা জানতে চাইলে? তিনি বলেন, থাকতে পারে ঠিক মনে নেই। থাকলে আইনগত প্রক্রিয়ায় আমরা সমাধানের পথে যাবো।

অন্য দিকে মার্কেটের সাংগঠনিক সম্পাদক দাবিদার শেখ ফিরোজ বলেন, বৈধ কমিটি ভেঙ্গে দিয়ে পকেট কমিটি করে মার্কেট নির্মাণে ফায়দা নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আমরা দোষীদের শাস্তি চাই। এ সংক্রান্ত বিষয়ে জেলা দুনর্ীতি দমন কমিশনে কাগজপত্রসহ আমরা অভিযোগ দাখিল করেছি। যা তদন্তধীন রয়েছে।

(চলবে) এই মার্কেট সম্পর্কে কারও কাছে কোন দলিল তথ্যাদি থাকলে আমাদের দিয়ে সাহায্য করুন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati