মধুখালি প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী উপজেলার কোরকদি ইউনিয়নের চর বাস পুর গ্রামে রাজাকারপুত্র আহমদ তার বাহিনীর শাস্তি ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। 
বুধবার সকাল দশটায় গ্রামের বাঁশপুর- মধুখালী ফিডার সড়ক অবরোধ করে শত শত নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেয়, এ সময় ও তার বাহিনীর হাতে নির্যাতিত মোঃ বাকি আর হোসেন বাঁকুর ভাই মোহাম্মদ সরোয়ার হোসেন বলেন আমার ভাইকে আহমদ ও তার বাহিনী অন্যায়ভাবে মেরে হাত-পা ভেঙে দিয়েছে এসময় নির্যাতিত কলেমান এর স্ত্রী কোহিনুর বেগম বলেন গত রাতে আহমদ বাহিনীর মামুন, খাইরুল, কোবাদ, আলমগীর, আশরাফুল আইয়ুব আলী আমার স্বামীকে মেরে ক্ষতবিক্ষত করেছে আমাকেও মারপিট করে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে বর্তমানে আমার স্বামী মধুখালী হাসপাতালে ভর্তি আছে চর বাঁশখুর গ্রামের মাতব্বর মোঃ হিমায়েত হোসেন বলেন আমার সামনে রাজাকার আহম্মদ বাহিনীর সন্ত্রাসীরা বাকুকে অন্যায় ভাবে মারধোর করে হাত-পা ভেঙে দিয়েছে সে বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে আমরা সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তি দাবি করছি।
মানববন্ধনে একাধিক এলাকাবাসী জানান কুখ্যাত রাজাকার পুত্র আহমদ ও তার বাহিনীর হাতে আমরা জিম্মি, মানববন্ধনে অংশগ্রহণকারী নির্যাতিত দুলাল সেকের স্ত্রী বলেন প্রতিদিন আহমদ বাহিনীর লোকজন আমার বাড়িতে এসে অত্যাচার করছে, বাড়ির মেয়ে ছেলেদের উপর নানাভাবে নির্যাতন করছে আমার পরিবার অসহায় এর মধ্যে আছি, যে কোন মুহূর্তে রাজাকারপুত্র আহমদের লোকজন আমাদেরকে জীবনে মেরে ফেলতে পারে আমি প্রশাসনের কাছে সাহায্য চাই বিষয়টি নিয়ে বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী সুবল বিশ্বাস বলেন আহমদ আমাদের সমাজের জন্য একটি বিষাক্ত অত্যাচারী সন্ত্রাস ৫০ বছর ধরে এলাকার মানুষকে নানা ভাবে হয়রানি করছে আমি বাকু ও অলেমান এর উপর হামলার নিন্দা জানাই। এ ব্যাপারে কোড়কদি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মুকুল হোসেন এর সাথে কথা বললে তিনি বলেন রাজাকারপুত্র আহমদ ও তার বাহিনী গ্রামের নিরীহ সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন নিপীড়ন ভূমি দখল সহ নানা অত্যাচার চালিয়ে যাচ্ছে গতকাল আমার এলাকার একটি নিরীহ ছেলে বাকুকে বাগাট বাজার এলাকায় অন্যায় ভাবে মারধর করেছে বর্তমানে ছেলেটি ফরিদপুর মেডিকেলে ভর্তি আছে একই রাতে অলেমান নামে আরেকটি ছেলেকে বেধড়ক মারধর করে আহত করেছে বর্তমানে ছেলেটি মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে তিনি আরো বলেন সম্প্রতি ফরিদপুর পুলিশ সুপার মহোদয়ের সাথে জেলা সাংবাদিক নেতৃবৃন্দ দেখা করলে তিনি সকলকে শান্ত থাকার নির্দেশ দেন সেই নির্দেশ এ মোতাবেক আমি লোকজন কে কারো সাথে কোন ঝামেলা না করার জন্য নির্দেশ দিয়েছি সেই ভাবেই সবাই শান্ত ছিল, কিন্তু রাজাকার পুত্র আহ্মদ কোনভাবেই কারো নির্দেশ মানছে না, তিনি পুলিশ সুপার মহোদয়ের আদেশ অমান্য করে একের পর এক তাণ্ডব চালিয়ে যাচ্ছে। বিষয়টি আমরা মধুখালী থানা অফিসার ইনচার্জ কে অবহিত করেছি এবং বাকুর স্ত্রী স্বপ্না বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছে।
Leave a Reply