1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৯ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরের শীর্ষ প্রতারক কে এই সাঈদ আলী নান্নু বাংলাদেশ যুব ঐক্য পরিষদের উদ্যোগ মানববন্ধন ‌ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ফেনসিডিল ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে ‌গ্রেফতার করেছে র‌্যাব-১০, সিপিসি-৩ সাত দফা দাবি আদায়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদের মানববন্ধন ‌ ও সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য নিহত পাল্টে গেছে পরিবেশ বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফরিদপুরে বাস ছিনতাই ও সহকারী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড ফরিদপুরে বিশ্ব গণতন্ত্র দিবস পালিত অস্ত্র মামলায় ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতির ১৭ বছরের সশ্রম কারাদন্ড ফরিদপুরে প্রতিমা ভাংচুরের অভিযোগে ‌ এক ব্যক্তিকে গ্রেফতার করছে পুলিশ
শিরোনাম :
ফরিদপুরের শীর্ষ প্রতারক কে এই সাঈদ আলী নান্নু বাংলাদেশ যুব ঐক্য পরিষদের উদ্যোগ মানববন্ধন ‌ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ফেনসিডিল ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে ‌গ্রেফতার করেছে র‌্যাব-১০, সিপিসি-৩ সাত দফা দাবি আদায়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদের মানববন্ধন ‌ ও সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য নিহত পাল্টে গেছে পরিবেশ বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফরিদপুরে বাস ছিনতাই ও সহকারী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড ফরিদপুরে বিশ্ব গণতন্ত্র দিবস পালিত অস্ত্র মামলায় ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতির ১৭ বছরের সশ্রম কারাদন্ড ফরিদপুরে প্রতিমা ভাংচুরের অভিযোগে ‌ এক ব্যক্তিকে গ্রেফতার করছে পুলিশ

ফেসবুকে পোস্ট দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন আওয়ামীলীগ নেতা

  • Update Time : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৩৫৫ Time View

ফেসবুকে পোস্ট দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন আওয়ামীলীগ নেতা

নিজস্ব প্রতিনিধি,
চরভদ্রাসনের সাবেক উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেনের বড় ছেলে ফয়সাল হোসেন শাওন। তিনি নিজেও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক। বাতিল হয়ে যাওয়া চরভদ্রাসন উপজেলা পরিষদের সর্বশেষ নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থীও হয়েছিলেন। 

ক্ষমতাসীন দলের এই নেতা একটি আলোচিত মামলার আসামী হওয়ার পর থেকে আর স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না। পারিবারিক জীবন থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য সবই এখন ধ্বংসের পথে। তঁার দাবি, যেই ঘটনার সূত্র ধরে দায়েরকৃত মামলায় তিনি আসামী, তার সাথে বিন্দুমাত্র সংশ্লিষ্টতা ছিলোনা তঁার। তিনি শুধু অনলাইন পত্রিকায় ওই ঘটনার উপর প্রকাশিত একটি খবরের তথ্য বিবরণী সূত্র উল্লেখ করে ফেসবুকে পোস্ট করেছিলেন। আর এজন্য সম্পূর্ণ অন্যায়ভাবে তঁাকে এমন একটি আলোচিত ঘটনার একটি মামলার আসামী করা হয়েছে।

জানা গেছে, গত ৫ এপ্রিল ফরিদপুরের সালথা উপজেলায় লকডাউনকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ, উপজেলা পরিষদে হামলা ও অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এর জের ধরে থানায় ছয়টি মামলা দায়ের করা হয়। এসব মামলার মধ্যে ৬ নম্বর মামলার ৪৮ তম আসামি এই ফয়সাল হোসেন শাওন।

ফয়সাল জানান, ঘটনা ঘটে সালথা উপজেলায়, আমার বাড়ি চরভদ্রাসন উপজেলায়। ঘটনার রাতে চরভদ্রাসনের বাড়িতে ছিলাম। ঘঠনাস্থল থেকে যার দুরুত্ব প্রায় ৪০ কিলোমিটার। ফেসবুকে একটি অনলাইন পত্রিকায় সালথার ওই ঘটনার খবর দেখতে পেয়ে তিনি খবরটি সেখান থেকে কপি করে ফেসবুকে পোস্ট করেন। খবরের সূত্রও সেখানে উল্লেখ করেন। 

এরপর সেই রাতেই প্রায় দুইটার দিকে সালথার একজন সরকারী কর্মকর্তা তঁাকে ফেসবুকে ওই পোস্ট দেয়ার ব্যাপারে জানতে চায় এবং তঁার বিরুদ্ধে ওই সাংবাদিককে এসব তথ্য দেয়ার অভিযোগও আনেন। তিনি তঁার বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান। ফয়সাল জানান, এতে তিনি ঘাবড়ে যান এবং ফেসবুক হতে পোস্টটি তখনই ডিলিট করে দেন। 

এরপরেরদিন তঁার পরিচিত আরেকজন সরকারি কর্মকর্তা তাকে ফোন করে এব্যাপারে জানতে চান। এর দু’দিন পরে সালথা থানার একজন এসআই ফোন করে তাকে জানান যে, ওই রাতের ঘটনায় দায়েরকৃত সর্বশেষ মামলায় তাকে আসামী করা হয়েছে।

জানা গেছে, সালথা উপজেলা ভূমি অফিসের নৈশ প্রহরী সমীর বিশ্বাস সেই রাতে ভূমি অফিসে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় ৪৮ জনের নামোল্লেখ করে আরো অজ্ঞাত ৩/৪ হাজার জনের বিরুদ্ধে যেই মামলাটি করেন তার ৪৮ নং আসামি হিসেবে ফয়সাল হাসান শাওনের নাম রয়েছে।

ফয়সাল বলেন, সেই রাতে যে আমি সালথা নয় বরং চরভদ্রাসনে ছিলাম সেটি আমার ফেসবুক পোস্ট কিংবা মোবাইল লোকেশন পরীক্ষা করলেই বেরিয়ে আসবে। তাছাড়া মামলায় বলা হয়েছে, স্বাধীনতা বিরোধী এবং সমমনা স্থানীয় বিরোধী দলের নেতাকর্মীরা নারায়ে তাকবির ও সরকার প্রধানের বিরুদ্ধে স্লোগান দিয়ে হামলা চালায়। ফয়সাল বলেন, অথচ তিনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান এমনকি নিজেও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।
তিনি বলেন, পুলিশের জেলা উর্দ্ধতন কর্মকর্তারা জানিয়েছেন যে, নিরীহদের হয়রানী করা হবেনা কিন্তু পুলিশ তঁার সন্ধানে তঁার এক আত্মিয়ের বাড়িতে কদিন আগেও অভিযান চালিয়েছে। তিনি বাড়িতে থাকতে পারছেন না। নিজেকে আত্মগোপনে রাখায় ব্যবসা বাণিজ্য লাটে উঠেছে। এই মামলার মিথ্যা আসামি হওয়ার কারণে তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। তঁার বয়োবৃদ্ধ পিতা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন বার্ধক্যজনিত অসুস্থতায় শয্যাশায়ী। এই মুহুর্তে তিনি অসুস্থ পিতার পাশেও থাকতে পারছেন না। চাইলেই কি কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তঁার জীবন শেষ করে দেয়া যায়? তঁার প্রশ্ন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম জানান, মামলাটি গুরুত্বপূর্ণ। এখনো তদন্ত চলছে। চার্জশিট কবে নাগাদ দিতে পারবো বলতে পারছিনা তবে একটু দেরি হবে।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান অবশ্য ওই ঘটনায় মামলা দায়েরের পরপর এব্যাপারে সাংবাদিকদের জানিয়েছিলেন, কারো সন্দেহ হলে এজাহারে তঁার বিরুদ্ধে অভিযোগ আনতে পারে কেউ। তবে তিনি আসলেই জড়িত কিনা সেটি তদন্তেই বেরিয়ে আসবে। নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হন সেদিকেও খেয়াল রাখা হবে।

প্রসঙ্গত, গত ৫ এপ্রিল সন্ধায় সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালথার ফুকরা বাজারে লকডাউন কার্যকারের অভিযানে গেলে  স্থানীয় জনতার প্রতিরোধে পড়েন। পরে এনিয়ে থানা  ও সরকারি অফিসগুলোতে হামলা, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের মধ্যে দু’জন মারা যান। এসব ঘটনায় কয়েকজনের নামোল্লেখসহ ৩ হতে ৪ হাজার জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে ৬টি মামলা করা হয়। এ পর্যন্ত প্রায় ১২০ জনেরও বেশি এসব মামলায় গ্রেফতার হন। এদের মধ্যে একজন রিমান্ডে থাকাবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বলে পুলিশ জানায়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati