ফরিদপুরে ২ জুলাই বৃহস্পতিবার আরও ৭২জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুর জেলায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২১৮৫জন।বৃহস্পতিবার ফরিদপুরে নতুন করে যে ৭২জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের মধ্যে,ফরিদপুর সদরে- ৬০জন, বোয়ালমারী ২, ভাঙ্গা১, মধুখালি ৭ ও সালথা ২জন রয়েছে।
বৃহস্পতিবার রাত পর্যন্ত ফরিদপুরে মোট শনাক্ত ২১৮৫জনের মধ্যে ভাঙ্গায় ৩৫৪জন, ফরিদপুর সদরে ১০০৬জন, বোয়ালমারীতে ২৫৪জন, সদরপুরে ১৩৬, চরভদ্রাসনে ৯৪, নগরকান্দায় ১৩৬জন, আলফাডাঙ্গায় ৬৫, সালথায় ৬৮জন এবং মধুখালীতে ৭১জন।
সদরে যারা আক্রান্ত হয়েছেন তারা হলেন, চর কমলাপুর ২, পশ্চিম খাবাসপুর ৪, ডায়বেটিক হাসপাতাল ৪, পুলিশ লাইন ১, কোতোয়ালি পুলিশ ২, গুহ লক্ষিপুর ৩, পরানপুর ১, আলিপুর ৭, সদর পুলিশ কোর্ট ১, দক্ষিণ কালি বাড়ি ১, গোয়ালচামট ২, ঝিলটুলি ১, খোদা বক্স রোড ১, জেনারেল হাসপাতাল ১, মোল্যাবাড়ি সড়ক ১, গেরদা ২, মিয়া পাড়া সড়ক ২, বায়তুল আমান ১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১, নরসিংহদিহা ২, হাবেলি দয়া রামপুর ১, নিখুরদি ২, টেপা খোলা ২, নিলটুলি ৩, ভাটি লক্সিপুর ৩, মামুদপুর ১, হাবেলি গোপালপুর ৫, ওয়ারল্যাসপাড়া ১, লক্ষিপুর ১ ও
Leave a Reply