1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৮ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরের শীর্ষ প্রতারক কে এই সাঈদ আলী নান্নু বাংলাদেশ যুব ঐক্য পরিষদের উদ্যোগ মানববন্ধন ‌ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ফেনসিডিল ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে ‌গ্রেফতার করেছে র‌্যাব-১০, সিপিসি-৩ সাত দফা দাবি আদায়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদের মানববন্ধন ‌ ও সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য নিহত পাল্টে গেছে পরিবেশ বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফরিদপুরে বাস ছিনতাই ও সহকারী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড ফরিদপুরে বিশ্ব গণতন্ত্র দিবস পালিত অস্ত্র মামলায় ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতির ১৭ বছরের সশ্রম কারাদন্ড ফরিদপুরে প্রতিমা ভাংচুরের অভিযোগে ‌ এক ব্যক্তিকে গ্রেফতার করছে পুলিশ
শিরোনাম :
ফরিদপুরের শীর্ষ প্রতারক কে এই সাঈদ আলী নান্নু বাংলাদেশ যুব ঐক্য পরিষদের উদ্যোগ মানববন্ধন ‌ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ফেনসিডিল ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে ‌গ্রেফতার করেছে র‌্যাব-১০, সিপিসি-৩ সাত দফা দাবি আদায়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদের মানববন্ধন ‌ ও সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য নিহত পাল্টে গেছে পরিবেশ বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফরিদপুরে বাস ছিনতাই ও সহকারী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড ফরিদপুরে বিশ্ব গণতন্ত্র দিবস পালিত অস্ত্র মামলায় ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতির ১৭ বছরের সশ্রম কারাদন্ড ফরিদপুরে প্রতিমা ভাংচুরের অভিযোগে ‌ এক ব্যক্তিকে গ্রেফতার করছে পুলিশ

ফরিদপুর পরিবার পরিকল্পনা উপপরিচালক এর বিরুদ্ধে আর্থিক অনিয়ম, ঘুষ গ্রহণ ও দুনর্ীতির অভিযোগ

  • Update Time : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৪৪ Time View

ফরিদপুর পরিবার পরিকল্পনা উপপরিচালক এর বিরুদ্ধে আর্থিক অনিয়ম, ঘুষ গ্রহণ ও দুনর্ীতির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি ঃ
ফরিদপুর পরিবার পরিকল্পনার উপপরিচালক, মো: মাহবুবুল ইসলামের বিরুদ্ধে বেপরোয়া আর্থিক অনিয়ম, ঘুষ গ্রহণ দুনর্ীতি বিরুদ্ধে লিখিত অভিযোগে দায়ের করেছেন ভুক্তভোগিরা।
জানাযায় তিনি ফরিদপুর যোগদানের পর পরই মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের পিআরএল, পেনশন ও আনুতোষিক, জিপিএফ মঞ্জুরী, উচ্চতর স্কেল মঞ্জুরী ও উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর যে কোন ধরনের ফরওয়ার্ডিং প্রেরণের জন্য বিভিন্ন হারে উৎকোচ(ঘুষ) ধার্য পূর্বক যে কোন উপায়ে আদায় করেন।
অভিযোগ সুত্রে জানযায় রওশন জামিল, পরিবার কল্যাণ সহকারী (প্রাক্তন), ৩/ক ইউনিক, নর্থ চ্যানেল ইউনিয়ন, ফরিদপুর সদর ফরিদপুর, সবিতা রানী সরকার, পরিবার কল্যাণ সহকারী, (পিআরএল ভোগরত), ১/ক ইউনিট, কৃষ্ণনগর ইউনিয়ন, সদর, ফরিদপুর, মীরা রানী ঘোষ, পরিবার কল্যাণ সহকারী, (পিআরএল ভোগরত), কৈজুরী ইউনিয়ন, ফরিদপুর সদর, ফরিদপুর, গীতা রাণী গুহ, পরিবার কল্যাণ সহকারী, ২/খ ইউনিট, ঈশানগোপালপুর ইউনিয়ন, ফরিদপুর সদর, ফরিদপুর, সুষমা রানী বল, পরিবার কল্যাণ সহকারী, ১/ক বোয়ালমারী ইউনিয়ন, বোয়ালমারী, খালেদা আক্তার, পরিবার কল্যাণ সহকারী, তালমা ২/খ, নগরকান্দা, রেহেনা সুলতানা পরিবার কল্যাণ সহকারী, তালমা ১/ক, নগরকান্দ ২/খ নগরকান্দা, নাসিমা আক্তার, পরিবার কল্যাণ সহকারী, ২/গ ইউনিট, কৃষ্ণপুর ইউনিয়ন সদরপুর, ফরিদপুর, ইতি গাঙ্গুলী, পরিবার কল্যাণ সহকারী, রামনগর ২/খ নগরকান্দা,চঞ্চলা রানী পোদ্দার, প্রাক্তন পরিবার কল্যাণ পরিদর্শিকা, অম্বিকাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, সদর, ফরিদপুর, নগরকান্দা উপজেলা সদর ক্লিনিকের পরিবার কল্যাণ পরিদর্শিকা ফিরোজা বেগম, আইরিন আক্তারী , পরিবার কল্যাণ পরিদর্শিকা, নুরুল্লাগঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র ভাঙ্গা (বদলী বাবদ), মোর্শেদা খানম পরিবার কল্যাণ পরিদর্শিকা, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ আলফাডাঙ্গা ফরিদপুর, অর্চনা রানী চক্রবতর্ী, পরিবার কল্যাণ পরিদর্শিকা, রায়পুর ৩/ক ইউনিট মধুখালী, বিষ্ণ পদ সাহা, স্যাকমো, ঈশানগোপালপুর ইউনিয়ন স্বাস্থ্যপরিবার কল্যাণ কেন্দ্র , বিধান মন্ডল, অফিস সহায়ক/নিরাপত্তা প্রহরী, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ফরিদপুর সদর , বাসনা খাতুন, আয়া (প্রাক্তন), ঈশানগোপালপুর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র, সদর, ফরিদপুর, মোঃ খবির উদ্দিন, প্রাক্তন অফিস সহায়ক/ নিরাপত্তা প্রহরী ফুলসূতি স্বাস্থ্য পরিবার কেন্দ্র নগরকান্দা , মজিরুন নেছা, প্রাক্তন আয়া, তালমা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নগরকান্দা ফরিদপুর , মোঃ আব্দুল গফুর, প্রাক্তন অফিস সহায়ক/নিরাপত্তা প্রহরী, কাইচাইল স্বাস্থ্য পরিবার কেন্দ্র নগরকান্দা, সালেহা বেগম আয়া টগরবন্দ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র , আজাদ ফকির, অফিস সহায়ক, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় মধুখালি ফরিদপুর। উল্লেখিত বিভিন্ন পদবী/শ্রেণীভূক্ত কর্মচারীদের নিকট থেকে পিআরএল, পেনশন ও আনুতোষিক, উর্দ্ধতন, কতর্ৃপক্ষ বরাবর ফরোয়ার্ডিং প্রেরণবাবদ নানা কৌশল/হয়রানি/দীর্ঘ সূত্রীতার জারে আটকে রেখে উপপরিচালক কতর্ৃক নির্ধারিত উৎকোচ তালিকা অনুযায়ী বাধ্যতামূলকভাবে ৩০০০/৫০০০/১৫০০/ টাকা হারে এবং ব্যক্তিও ক্ষেত্র বিশেষে (যেমন বদলীর আদেশ) ১২,০০০-৩০,০০০ টাকা পর্যন্ত মোট ৯৫,০০০ টাকার উৎকোচ(ঘুষ) আদায় পূর্বক আদেশ মঞ্জুর ও ফরোয়ার্ডিং প্রেরণ করেন উপপরিচালক মোঃ মাহবুবুল ইসলাম। উল্লেখ্য উৎকোচের টাকা পেতে বিলম্ব হওয়ায় আদেশগুলোর প্রায় ৯০ ভাগই নজিরবিহীনভাবে ভূতাপেক্ষভাবে মঞ্জুর করা হয়। মোঃ জাকির হোসেন, গার্ড (নৈশ প্রহরী), জব্বার মোল্লা(গাড়ি চালক) ,আব্দুর রহমান মোল্লা ( লোডার) , আঞ্চলিক পণ্যাগার পরিবার পরিকল্পনা ফরিদপুর তিনজনের সাজ পোশাকখাতে বরাদ্দকৃত ৩৬,০০০ টাকা থেকে পোশাক না দিয়ে ১৬,৫০০ টাকা আত্মসাৎ করেন উক্ত জেলা কর্মকর্তা। এমনকি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নগরকান্দা ফরিদপুরের কাছ থেকে ভ্রমণভাতা অনুমোদনের উপপরিচালক ১০০০ টাকা ঘুষ গ্রহণ করেন।
ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়নের এফপিআই দের উচ্চতর স্কেল মঞ্জুরীর জন্য ১৯/০৭/২০২১ তারিখের ৪৭২ (৩২) নং স্মারকের মাধ্যমে প্রত্যেকের নিকট হতে ১০০০/= (এক হাজার) টাকা করে ১১ জনের থেকে ১০০০১১= ১১,০০০ টাকা এবং ১৯/০৭/২০২১ তারিখের ৪৭৩ (৪০) নং স্মারক মোতাবেক ১৯ জন পরিবার কল্যাণ সহকারী প্রত্যেকের নিকট হতে ১০০০/= (একহাজার) টাকা হিসেবে ১০০০১৯=১৯,০০০/= টাকা উপপরিচালক ঘুষ গ্রহণ পূর্বক উচ্চতর স্কেলে মঞ্জুরী প্রদান করেন। এছাড়াও মোঃ মনিরুজ্জামান নির্বাহী পরিচালক, (ডিডিএ) ফরিদপুর, নাজমা আক্তার, নিবার্হী পরিচালক, (এজাগ) ফরিদপর, হিরুন নাহার, সম্পাদক পূর্বখাবাশপুর মহিলা উন্নয়ন সংঘ ফরিদপুর, মোঃ ফয়সাল আলী, সভাপতি, আদর্শ পাঠাগার ও সেচ্ছাসেবী সংগঠন, আলেয়া বেগম, সভাপতি, প্রতীক মহিলা সমাজ উন্নয়ন সংস্থা সহ ১০ টি বেসরকারী সংস্থার নিকট থেকে ২০২০-২০২১ এবং ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে পরিবার পরিকল্পনা ও জনসংখ্যাখাতে বরাদ্দকৃত এককালীন অনুদানের বিল ভাউচার অনুমোদন ও ফরোয়ার্ডিং প্রেরণের জন্য মোট ২৫,০০০ টাকা উপপরিচালক উৎকোচ (ঘুষ) গ্রহণ করেন। ভুক্তভোগীরা আরো অভিযোগ করেন –
এই উপপরিচালক, পরিবার পরিকল্পনা ফরিদপুর মোঃ মাহবুবুল ইসলাম যোগদানের পর থেকে (০৩/০২/২০২১) সবগুলো জাতীয় দিবসে অনুপুস্থিত থেকে বিশেষভাবে ১৫ই আগষ্ট জাতীয় শোকদিবসের মতো একটি তাৎপর্যপূর্ণ দিনে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোর মতো সুযোগ হয়না তার । অথচ তিনি জেলা পর্যায়ের পঞ্চম গ্রেডের একজন সরকারী কর্মকর্তা হিসাবে বেতন ভাতা ভোগ করেন। বিষয়টি ক্ষমার অযোগ্য এবং সকল জাতীয় দিবসের প্রতি অশ্রদ্ধা ও বৃদ্ধাঙ্গলী প্রদর্শনের উদাহরণ। এছাড়াও গত এপ্রিল ২০২১ সালের শুরুর দিক থেকে কোভিড -১৯ এর সংক্রমন প্রতিরোধে ধাপে ধাপে ঘোষিত লকডাউনের পুরো সময় তিনি কর্মস্থলে অনুপুস্থিত ছিলেন। অথচ লকডাউন প্রিয়ডে কর্মকর্তাদের কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক ছিল। অনুসন্ধান করলে বিষয়টির সত্যতা মিলবে কারণ তিনি কর্মস্থলে অনুপুস্থিত কালীন রাজশাহী অবস্থান করতেন এবং সেখান থেকেই ই-মেইল এর মাধ্যমে দাপ্তরিক কাজ সম্পন্ন করতেন।
২০২০-২০২১ অর্থ বছরে সরকারী বরাদ্দকৃত অর্থ বিভিন্নখাতে ভূয়া খরচ দেখিয়ে অফিসের হিসাব রক্ষক আরিফ শিকদার এর সাথে যোগসাজস করে উত্তোলন পূর্বক আত্মসাৎ করেন। উক্ত অর্থ বছরে আসবাবপত্র খাতে বরাদ্দকৃত ৬০০০০/= (ষাট হাজার) টাকার পুরোটাই পকেটস্থ করেন তিনি। তার পূর্বের উপপরিচালক মহদয় নগরকান্দা উপজেলা কার্যালয়ের একজন দায়ী নার্সকে সরকারী স্বার্থে ফরিদপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে যোগদানের ডেপুটেশন আদেশ প্রদান করলেও বর্তমান উপপরিচালক ফরিদপুর মা ও শিশুকল্যাণ কেন্দ্রের মতো একটি গুরুত্বপূর্ণ সেবা কেন্দ্র থেকে কেবল তার আর্থিক লাভের জন্য উক্ত দায়ী নার্সকে ১০০০০/= (দশ হাজার) টাকা ঘুষের বিনিময়ে পূনরায় নগরকান্দা উপজেলা কার্যালায়ে ফেরত যেতে আদেশ স্বাক্ষর করেন।

এই অভিযোগের বিষয়ে ফরিদপুর পরিবার পরিকল্পনার উপপরিচালক, মো: মাহবুবুল ইসলামের মোবাইলে (০১৭১৬৪৫৭৮২৫) নাম্বারেএকাদিক বার যোগাযোগ করা হলে মোবাইলে রিং বাজলেও তিনি এই প্রতিবেদকের মোবাইল রিসিভ না করায় তার বক্তব্য দেওয়া সম্ভব হলো না্

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati