1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৭ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরের শীর্ষ প্রতারক কে এই সাঈদ আলী নান্নু বাংলাদেশ যুব ঐক্য পরিষদের উদ্যোগ মানববন্ধন ‌ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ফেনসিডিল ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে ‌গ্রেফতার করেছে র‌্যাব-১০, সিপিসি-৩ সাত দফা দাবি আদায়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদের মানববন্ধন ‌ ও সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য নিহত পাল্টে গেছে পরিবেশ বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফরিদপুরে বাস ছিনতাই ও সহকারী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড ফরিদপুরে বিশ্ব গণতন্ত্র দিবস পালিত অস্ত্র মামলায় ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতির ১৭ বছরের সশ্রম কারাদন্ড ফরিদপুরে প্রতিমা ভাংচুরের অভিযোগে ‌ এক ব্যক্তিকে গ্রেফতার করছে পুলিশ
শিরোনাম :
ফরিদপুরের শীর্ষ প্রতারক কে এই সাঈদ আলী নান্নু বাংলাদেশ যুব ঐক্য পরিষদের উদ্যোগ মানববন্ধন ‌ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ফেনসিডিল ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে ‌গ্রেফতার করেছে র‌্যাব-১০, সিপিসি-৩ সাত দফা দাবি আদায়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদের মানববন্ধন ‌ ও সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য নিহত পাল্টে গেছে পরিবেশ বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফরিদপুরে বাস ছিনতাই ও সহকারী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড ফরিদপুরে বিশ্ব গণতন্ত্র দিবস পালিত অস্ত্র মামলায় ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতির ১৭ বছরের সশ্রম কারাদন্ড ফরিদপুরে প্রতিমা ভাংচুরের অভিযোগে ‌ এক ব্যক্তিকে গ্রেফতার করছে পুলিশ

ফরিদপুরে অরুণ বসুর স্মরণসভা অনুষ্ঠিত ‘সশিক্ষায় একজন শিক্ষিক মানুষ ছিলেন অরুণ বসু

  • Update Time : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৩০৯ Time View

ফরিদপুরে অরুণ বসুর স্মরণসভা অনুষ্ঠিত
‘সশিক্ষায় একজন শিক্ষিক মানুষ ছিলেন অরুণ বসু

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর 
ফরিদপুরে প্রয়াত সংস্কৃতিককর্মী ও সাংবাদিক অরুণ বসুর স্মরণে ‘শোকস্মরণ ও স্মৃতি তর্পণথ অনুষ্ঠানে বক্তারা বলেন, সশিক্ষায় শিক্ষিত ছিলেন অরুণ বসু। মানুষকে ভালো না বাসলে যে ভালোবাসা পাওয়া যায় না এ শিক্ষা আমরা অরুণ বসুর কাছ থেকে পেয়েছি।
ফরিদপুর প্রেসক্লাব ও ফরিদপুর নাগরিক মঞ্চের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল শনিবার বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রচলিত অনুষ্ঠানের মত এ অনুষ্ঠানে কোন সভাপতি কিংবা প্রধান বা বিশেষ অতিথি কিংবা উপস্থাপক  ছিলেন না। অরুণ বসুর সাথে সম্পর্কিত সমাজের বিভিন্নস্তরের লোকজন এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাদের অনুভূতি প্রকাশ করেন, করেন স্মৃতিচারণ।
অনুভুতি প্রকাশ ও স্মৃতিচারণ করে বক্তব্য দেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, ফরিদপুর মুসলিম মিশনের সাধারণ সম্পাদক এম এ সামাদ, ফুলকির সভানেত্রী অঞ্জলি বালা, সাধারণ সম্পাদক সিরাজুল আজম, অরুণ বসুর বন্ধু নাট্য ব্যাক্তিত্ব বিপ্লব বালা, অরুণ বসুর সহধর্মিনী কবিতা গোস্মামী, অরুণ বসুর ভাতিজা শংকর মজুমদার, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী, ফরিদপুরের সংস্কৃতিকর্মী আহমেদ জালাল, বলাই দাস, সৈয়দ জুনায়েদ পারভেজ, আসমা আক্তার, আবুল বাতিন, ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নির্মলেন্দু চক্রবর্ত্তী প্রমুখ।
ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক বলেন, অরুণ বসুর মত জ্ঞানী গুণি ব্যাক্তির সংখ্যা আমাদের সমাজে কমে যাচ্ছে।অরুণ বসু প্রকৃত দেশপ্রেমিক ছিলেন। এ জন্যই তিনি দেশের মুক্তির সংগ্রমে অংশ নিয়েছিলেন।
ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস বলেন, সশিক্ষায় শিক্ষিত ছিলেন অরুণ বসু। তিনি নিজের কথা ভাবতেন না সমাজ ও দেশের কথা ভাবতেন। এজন্য ঘরের খেঁাজ তিনি রাখতেন না। তিনি যা করেছেন সমাজের জন্য করে গেছেন।
ফরিদপুর মুসলিম মিশনের সাধারণ সম্পাদক এমএ সামাদ বলেন, অরুণ বসুকে আমাদের মধ্যে বঁাচিয়ে রাখতে হবে। এজন্য তঁার উপর একটি স্মারকগ্রন্থ প্রকাশ করা জরুরী। কোন সংগঠনে সবাই কাজ করেন না, কেউ কেউ করেন, অরুণ বসু তাদেরই একজন।
ফুলকির সভাপতি অঞ্জলি বালা বলেন, মানুষকে ভালো না বাসলে ভালোবাসা পাওয়া যায় না। অরুণ বসু মানুষকে ভালোবাসতেন বলেই তিনি মানুষের এত ভালোবাসা পেয়েছেন।
অরুণ বসুর স্ত্রী কবিতা গোস্মামী বলেন, অরুণ আমাকে বলতেন সব ভুলে যেতে। এ জগতে যে যত ভুলতে পারে সে তত বঁাচতে পারে। কিন্তু আমি কেন তঁার স্মৃতি ভুলতে পারছি না এক মুহূর্তের জন্যও না। তিনি বাইরের মানুষ নিয়ে থাকতেন। বাহির ছিল তার ঘর। এরকম একজন বাইরের লোককে ঘরে নিয়ে আসা বড় কঠিন। 
অনুষ্ঠানে  ‘সাহিত্য-সংস্কৃতি সারথি অরুণ বসুথ-শীর্ষক নিজের লেখা পাঠ করেন নাট্য ব্যাক্তিত্ব বিপ্লব বালা। এরপর অরুণ বসুর আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে অরুণ বসুর প্রিয় শিল্পী জন্মান্ধ সমাপ্তি রায় ‘আমাদের প্রাণের মানুষ আছে প্রাণেথ এবং শেষে ‘এমন মানব জনম আর কি হবেথ গানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সংস্কৃতি ব্যাক্তিত্ব জ্যেষ্ঠ সাংবাদিক ও  প্রথমা প্রকাশনার সমন্বয়ক  অরুণ বসু (৬৮) গত ৭ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্ববাস ত্যাগ করেন। তিনি ফরিদপুর সদর কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা কালিদাস বসু ও অমিয়া বসুর প্রথম সন্তান।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati