নিজস্ব প্রতিনিধি ফরিদপুরে ৩ জুলাই শুক্রবার আরও ১১৬জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুর জেলায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২৩০০জন। শুক্রবার ফরিদপুরে নতুন করে যে ১১৬জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের মধ্যে,ফরিদপুর সদরে- ৭৬জন, বোয়ালমারী ১০, ভাঙ্গা১৫, মধুখালি ২, চার ভদ্রাসন ৪, সদরপুর ১, নগরকান্দা ৩, আলফাডাঙ্গা ৩ ও সালথা ২জন রয়েছে।
শুক্রবার রাত পর্যন্ত ফরিদপুরে মোট শনাক্ত ২৩০০জনের মধ্যে ভাঙ্গায় ৩৬৯জন, ফরিদপুর সদরে ১০৮২জন, বোয়ালমারীতে ২৬৪জন, সদরপুরে ১৩৭, চরভদ্রাসনে ৯৮, নগরকান্দায় ১৩৯জন, আলফাডাঙ্গায় ৬৮, সালথায় ৭০জন এবং মধুখালীতে ৭৩জন।
সদরে যারা আক্রান্ত হয়েছেন তারা হলেন, কমলাপুর ২, খাবাসপুর ১, ডায়বেটিক হাসপাতাল ১, পুলিশ লাইন ৬, কোতোয়ালি ১, লক্ষিপুর ১, চানপুর ১, আলিপুর ৪ ডিএসবি পুলিশ ১, দক্ষিণ ঝিলটুলি ৩, গোয়ালচামট ৬, ঝিলটুলি ৪, খোদা বক্স রোড ১, মেডিকেল কলেজ হাসপাতাল ডাক্তার ১, মোহাম্মদ পুর ১, দেউরা ১, ব্রাক্ষণকান্দা ১, সিটি ল্যাব ১, টেপা খোলা ১, দক্ষিণ আলিপুর ৫, জি টোটুখোলা ১, ইউসুফ পুর কানাইপুর ২, ইসলামি ব্যাংক ১, হাজরা তলা ১, দয়া রামপুর ১, কুঠি বাড়ি কমলাপুর ১, তাম্বূলখানা ১, কানাইপুর ৯, নাসিম ইনিস্টিউট ৩, পুর্ব খাবাসপুর ২, কাকুরা ৩, রঘুনন্দনপুর ১, শোভা রামপুর ১, ইুউ,এস সি ৩ ও র্ ্যাব কর্মরত ১ জন।
Leave a Reply