ভাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা পৌরসভার নিবার্হী প্রকৌশলী আনোয়ার হোসেন (৫৭) রবিবার গভীর রাতে করোনা উপর্সগ নিয়ে মারা গেছেন। তার স্ত্রীসহ ১ ছেলে এবং ১ মেয়ে রয়েছে।ভাঙ্গা পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা কাওছার মিয়া জানান, গত কয়েকদিন ধরেই তার মধ্যে জ্বরসহ করোনার নানা উপসর্গ দেখা দেয়। পরে তিনি ভাঙ্গা উপজেলা হাসপাতালে গেলে ডাক্তার তাকে করোনা উপর্সগ ধারণা করে দ্রত চিকিৎসা নিতে পরামর্শ দেন। রবিবার সকালে তিনি উন্নত চিকিৎসার জন্য বরিশাল হাসপাতালে যান এবং চিকিৎসা নিয়ে একটি আবাসিক হোটেলে রাত্রি যাপনের জন্য পরিবারের সদস্যদের নিয়ে উঠেন। চিকিৎসা শেষে পরদিন নিজ বাড়ী পটুয়াখালী জেলায় গলাচিপায় যাবার কথা ছিল তার। রাত সাড়ে বারোটার দিকে প্রচন্ড শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে হোটেলেই মারা যান তিনি। সোমবার সকালে গলাচিপায় তার নিজ বাড়ীতে জানাযা শেষে দাফন করার কথা রয়েছে । তার মৃত্যুতে ভাঙ্গা পৌর মেয়র আবু ফয়েজ মোঃ রেজাসহ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা শোক প্রকাশ করেছেন। এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার্ মহসিন উদ্দিন ফকির জানান, ভাঙ্গা উপজেলায় এ পর্যন্ত ৩৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৪ জন মারা গেছেন।
Leave a Reply