ফরিদপুরে ৩ উপজেলা পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর
শহর প্রতিনিধি:
আগামীকাল বুধবার ফরিদপুরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ১ম ধাপে ৩ টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে । সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার ব্যালেট ব্যতিত নির্বাচনী সকল সরঞ্জাম সরবরাহ করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তারেক আহমেমদ জানান, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন । এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে সকল প্রিসাইডিং অফিসারদের হাতে নির্বাচনী সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। শুধু মাত্র ব্যালেট পেপার ভোটের দিন সকালে পৌছানো হবে।
জেলার ফরিদপুর সদর, মধুখালী ও চরভদ্রাসন এই ৩টি উপজেলার এ ২৫৫ টি কেন্দ্রে মোট ১৮১৩ বুথে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। তিন উপজেলায় মোট ভোটার সংখ্যা ৬ লাখ৫৯ হাজার ৩ শ ২৪ জন এদের মধ্যে পুরুষ ভোটার৩ লাখ ২৭ হাজার ৪শ ৭৫ জন, নারী ভোটার ৩ লাখ ২১ হাজার ৮শ ৪৬ জন। চেয়ারম্যান পদে মোট ১৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ অংশ নিয়েছেন।
নির্বাচন প্রস্তুতি সম্পর্কে ,সকল প্রিসাইডিং কর্মকর্তাসহ সকলকে এরই মধ্যে অবগত করা হয়েছে।
নির্বিঘ্নে ভোট গ্রহণের জন্য পুলিশ ও র্যাবের পাশাপাশি স্টাইকিং ফোর্স আইনশৃঙ্খলা বাহিনী । এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন।
Leave a Reply