উপজেলা পরিষদ নির্বাচন ৪র্থ ধাপ:
ফরিদপুরে দুই উপজেলায় নির্বাচন
বোয়ালমারী ও আলফাডাঙ্গা প্রতিনিধি:
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (৫ জুন)। এ দুই উপজেলার ১১৮টি কেন্দ
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতহীন ভাবে ভোট গ্রহণ চলবে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চতুর্থ ধাপে ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় ১৪জন চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ১২জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। যেখানে বোয়ালমারীতে ৭৮টি ও আলফাডাঙ্গা উপজেলায় ৪০টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। শেষ ধাপে দুই উপজেলায় একজন তৃতীয় লিঙ্গের ভোটারসহ ৩ লাখ ৭ হাজার ১৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রামানন্দ পাল জানান, জেলার দুইটি উপজেলা ১১৮টি কেন্দ্রে ৩ লাখ ৭ হাজার ১৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো হয়েছে। প্রতিটি ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীন র্যাব, বিজিবিসহ স্টাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন। কেন্দ্রে পুলিশসহ আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা ক্ষেত্রে সব ধরনের ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে ।
Leave a Reply