ফরিদপুরে অবৈধ ভাবে পাচারকালে ২০ মেট্রিকটন সরকারি চাউল জব্দ, আটক ২
শহর প্রতিনিধিঃ
ফরিদপুর অবৈধ ভাবে পাচারকালে ২০ মেট্রিকটন ট্রাক সরকারি চাউল জব্দ ও ২ জন কে আটক করেছে কোতয়ালি থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে ফরিদপুর -মাগুরা মহাসড়কের মাঝকান্দি নামক এলাকায় ট্রাকের গতিরোধ করা হয়। এ সময় ট্রাকের সরকারি চাউলের বিষয়ে কোন সদুত্তর দিতে না পারায় ট্রাকের চালক ও হেলপার কে আটক করা হয়। আটক ট্রাক চালক শেখ জাফর জেলার সদর উপজেলার বাখুন্ডা গ্রামের শেখ জামালের ছেলে ও হেলপার মোঃ সুমন চোকদার পার্র্শবর্তী পশরা গ্রামের সাদেক চোকদারের ছেলে।কোতয়ালী থানার অফিসার ইনচার্র্জ(ওসি) মো: হাসানুজ্জামান জানান, ফরিদপুর সদরপুর উপজেলার সরকারী খাদ্য গুদাম হতে ট্রাক যোগে (যার নম্বর -ঢাকা মেট্রো -ট- ২২-৩১৬০) অবৈধ ভাবে সরকারী চাউল পাচার করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর-মাগুরা মহাসড়কের মাঝকান্দি নামক স্থানে সরকারি চাউল ভর্তি ট্রাকটির গতি রোধ করা হয়। এসময় ট্রাকে থাকা প্রায় ২০ মে.টন সরকারি চাউলের বিষয়ে কোন কাগজপত্র দেখাতে না পারায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়। ট্রাকসহ আটক ব্যাক্তিদের সদরপুর থানার কাছে হস্তান্তর করা হয়। সেখানে তাদের বিরুদ্ধে মামলা রুজু হবে।
এব্যাপরে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, চাউলের ট্রাকসহ আটক চালক ও হেলপার থানা হেফাজতে রয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply