1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৯ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য নিহত পাল্টে গেছে পরিবেশ বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফরিদপুরে বাস ছিনতাই ও সহকারী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড ফরিদপুরে বিশ্ব গণতন্ত্র দিবস পালিত অস্ত্র মামলায় ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতির ১৭ বছরের সশ্রম কারাদন্ড ফরিদপুরে প্রতিমা ভাংচুরের অভিযোগে ‌ এক ব্যক্তিকে গ্রেফতার করছে পুলিশ ফরিদপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী ও জাকের পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত নার্সিং পেশা নিয়ে কটুক্তি ও অবমাননার প্রতিবাদে মানববন্ধন করেছে ফরিদপুর নার্সিং সংস্কার পরিষদ ফরিদপুরে নবাগত জেলা প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত ফরিদপুরে সাড়ে তিন বছর পর হত্যা মামলা দায়ের, চেয়ারম্যানকে আসামী করার প্রতিবাদ শহর প্রতিনিধি :
শিরোনাম :
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য নিহত পাল্টে গেছে পরিবেশ বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফরিদপুরে বাস ছিনতাই ও সহকারী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড ফরিদপুরে বিশ্ব গণতন্ত্র দিবস পালিত অস্ত্র মামলায় ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতির ১৭ বছরের সশ্রম কারাদন্ড ফরিদপুরে প্রতিমা ভাংচুরের অভিযোগে ‌ এক ব্যক্তিকে গ্রেফতার করছে পুলিশ ফরিদপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী ও জাকের পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত নার্সিং পেশা নিয়ে কটুক্তি ও অবমাননার প্রতিবাদে মানববন্ধন করেছে ফরিদপুর নার্সিং সংস্কার পরিষদ ফরিদপুরে নবাগত জেলা প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত ফরিদপুরে সাড়ে তিন বছর পর হত্যা মামলা দায়ের, চেয়ারম্যানকে আসামী করার প্রতিবাদ শহর প্রতিনিধি :

এসও মনির এবং ভাই হোটেল বয় হায়দার হোসেনের দূর্নীতি ।

  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ২১২৪ Time View

নিজস্ব প্রতিনিধি
ফরিদপুর শহরের সন্ত্রাসী, দুনর্ীতিবাজ, টেন্ডারবাজ, ভূমিদস্যু সাধারন মানুষের সামনে মূর্তিমান আতংক রুবেল-বরকত দুই ভাইয়ের সকল অপকর্মের সঙ্গী মোঃ মনিরুজ্জামান (শাহাজাদা) ওরফে এস,ও মনির। রুবেল-বরকতের ব্যবসা- প্রতিষ্ঠানের সব দায়-দায়িত্ব এবং ফরিদপুর এলজিইডির সকল টেন্ডারবাজী নিয়ন্ত্রন করতেন এসও মনির। ফরিদপুর শহরের সকল ঠিকাদারের কাছে পরিচিত (পার্সেন্টিচ ) এসও মনির , এসও মনিরের উপর নির্ভর করতো কোন ঠিকাদার কোন কাজ পাবে। রুবেল-বরকতকে পার্সেন্টিচ দেওয়ার পরেও এসও মনিরকে আলাদাভাবে পার্সেন্টিচ দিতে হত। এসও মনিরকে পার্সেন্টিচ না দিয়ে কোন ঠিকাদার কাজ করতে পারেন নাই। এসও মনির এতটাই ধুরন্দর যে, এলজিইডিতে চাকুরী থাকা সত্বেও এলজিইডির বর্তমান কর্মস্থল যশোর সদরে না গিয়ে রুবেল-বরকতের ব্যবসা এবং ফরিদপুর এলজিইডির টেন্ডার বানিজ্য নিয়ন্ত্রণ করতে আগ্রহী হয়ে উঠে, এসও মনির নিজেরও একটি ঠিকাদারী ফার্ম খুলে, এলজিইডি থেকে অবৈধভাবে কাজ বাগিয়ে নিত, এসও মনিরের ঠিকাদারী ফার্মের নামঃ তাহা কনট্রাকশন। তাহা কনস্ট্রাকশন ফার্মের প্রাপাইটর মোঃ হায়দার হোসেন। হায়দার হোসেন এসও মনিরের আপন মেজ ভাই। হায়দার হোসেন ৪-৫ বছর আগে ফরিদপুর শহরের বিভিন্ন আবাসিক হোটেলে হোটেলবয় হিসাবে কাজ করতেন তার মধ্যে হোটেল র‍্যাফেলস-ইন, জেকে হোটেল। এসও মনির যখন বেপরোয়া হয়ে টাকা পয়সা কামাই করতে শুরু করলো তখন মেজ ভাই হায়দার হোসেন কে হোটেলে চাকুরী করতে না দিয়ে, নিজে তাহা কনস্ট্রাকশন নামে ঠিকাদারী প্রতিষ্ঠান চালু করে এবং হায়দার হোসেন কে প্রোপাইটর বানালেন। এসও মনিরের টাকা পয়সা ব্যাংক হিসাবে হায়দার হোসেন এবং অন্যান্য আত্মীয়-স্বজন বন্ধু- বান্ধবের নামে গচ্ছিত। এসও মনির এবং হায়দার হোসেন বর্তমানে শত কোটি টাকার মালিক। এসও মনিরের রয়েছে ফরিদপুর শহর এবং শহরের বাইরে নামে-বেনামে জাগা জমি, ২০-২৫টি ফ্ল্যাট, কনস্ট্রাকশন যন্ত্রপাতি বেকু, রোলার ইত্যাদি যা দেখভাল করে লক্ষ্মীপুরের নীরু নামের এক লোক, এছাড়া ফরিদপুর নিউ মার্কেটের দোতলায় ৪-৫টি দোকানঘর, ফরিদপুর কাঠপট্টিতে জমি (কৈজুরীর রউফ-উন-নবীদের কাছ থেকে ক্রয়কৃত), ফরিদপুর পুলিশ লাইনের বিপরীতে নব-নির্মিত টাওয়ার, নিজ এলাকা ফরিদপুর ভাজনডাঙ্গা মান্দারতলা ব্রীজ সংলগ্ন ৩০ শতাংশ জমি জোর পূর্বক ক্রয় এবং পাশের জমি জবর-দখল করে অবৈধ বালুর ব্যবসা। এছাড়াও রয়েছে এসও মনিরের অজানা অনেক সম্পদ ।
কে এই এসও মনির? ফরিদপুর শহরের পার্শ্ববর্তী আলীয়াবাদ ইউনিয়নের ভাজনডাঙ্গা গ্রামের মৃতঃ সালাম সেকের ছোট ছেলে মোঃ মনিরুজ্জামান (শাহাজাদা)। সালাম সেকের পরিবার পূর্ব থেকেই রাজনৈতিক ভাবে স্বাধীনতা বিরোধী। এসও মনির মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে দাখিল পাশ করে ফরিদপুর পলিটেকনিক ইনাষ্টটিউট এ পাওয়ারে ভর্তি হয়। পলিটেকনিকে ভর্তি হওয়ার পর এসও মনির ওরফে শাহাজাদা বিএনপি জামাত জোটের সন্ত্রাসী বাহিনী (কমলাপুরের ডিআইবি বটতলার বুলু-মার্জান) গ্রুপে যোগ দিয়ে বিভিন্ন রকমের সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যেত, এসও মনির ছিল সংঘবদ্ধ গাড়ী-চোর চক্রের সক্রিয় সদস্য। এসও মনিরের চলাফেরা এতটাই বিপজ্জনক ছিল যে, এলাকার লোকজন ভয়ে কেউ কিছু বলতে সাহস পেতনা , এসও মনিরের ভয়ে এলাকায় আওয়ামী লীগের লোকজন নির্বাচনের সময় ভোট কেন্দ্রে যেত সাহস পেতনা। এই এসও মনির (শাহাজাদা ) বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল থেকে ২০০০ সালে ফরিদপুর পলিটেকনিকে মুন্না-মনির (শাহাজাদা) -ফারুক প্যানেল থেকে জিএস নির্বাচিত হয়। তখন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ থেকে ভিপি নির্বাচিত হয়  আরিফ। এই এসও মনির পলিটেকনিক থেকে অবৈধ-পন্থা অবলম্বন করে পরিক্ষায় পাশ করে। ততকালীন বিএনপি-জামাত জোট সরকারের মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ সাহেবের সুপারিশে এলজিইডির প্রোজেক্টে সুপার ভাইজার হিসেবে চাকুরী পায় চরভদ্রাসন থানায়, চাকুরী ক্ষেত্রে সে নিজেকে সবসময় বিএসসি ইঞ্জিনিয়ার বলে পরিচয় দেয়। চরভদ্রাসন কিছুদিন চাকুরী করার পর এসও মনিরের বদলী হয় ময়মনসিংহ জেলায়, কিন্তু ছোটবেলা থেকেই ধুরন্দর এসও মনির তাই ময়মনসিংহ জয়েন না করে টাকা পয়সা দিয়ে জয়েন নেয় ফরিদপুর সালথা থানায়। তখন সালথা থানা ইঞ্জিনিয়ার ছিল সেকেন্দার। ইঞ্জিনিয়ার সেকেন্দারের সাথে সু-সম্পর্ক গরে তুলে এসও মনির। সেকেন্দার কে বাসা থেকে মটর সাইকেলে করে নিয়ে যেত অফিসে। এই সুবাদে সালথা থানা এলজিইডির সমস্ত টেন্ডারবাজীতে নিজেকে জড়িয়ে ফেলে এসও মনির । সালথা থানা এলজিইডির এসও হিসেবে পরিচয় হয় রুবেল-বরকতের সাথে। রুবেল-বরকতের সালথা থানায় যত কাজ হতো সকল কাজের এসও হোতা মনির ওরফে শাহাজাদা। ওখান থেকেই সম্পর্কের সুত্রপাত । এরপর এসও মনিরের বদলি হয় যশোার সদর থানা এলজিইডি অফিসে, কিন্তু এসও মনির যশোর না গিয়ে রুবেল-বরকতের ব্যবসা, চাঁদাবাজী, টেন্ডারবাজী, জমি-দখলসহ টাকা পয়সার লেনদেন সবকিছুর দায়িত্ব নেয় এসও মনির। কিন্তু এখনও সে চাকুরীতে বহাল আছে যশোর সদরে সুপারভাইজার পদে প্রকল্পের নাম ক্ষুদ্রাকার পানি সম্পদ প্রকল্প । কি করে একজন সুপারভাইজার ৪-৫ বছর অফিসে হাজিরা না দিয়েও চাকুরীতে বহাল থাকে, সব কিছু সম্ভব হয়েছে রুবেল-বরকতের ক্ষমতার দাপট। রুবেল-বরকতের কাছের লোক হওয়ার পর থেকেই এসও মনির উথান। রুবেল-বরকতের সঙ্গী হওয়ায় নবগঠিত পৌরসভার ২৫ নং ওয়ার্ড (ভাজনডাঙ্গা- উত্তর সাদিপুর ) আওয়ামী লীগের সাধারন সম্পাদকের পদ ভয় – ভীতি দেখিয়ে বাগিয়ে নিছে। এসও মনির  মনোরঞ্জন ( ফুর্তি ) করার জন্য প্রতি মাসে ইন্ডিয়া, থাইল্যান্ড, নেপাল , সিঙ্গাপুর যেত। লোক মুখে শোনাযায় ঢাকা শহরে অনেক জলসা ঘরের মুকুটহীন সম্রাট এসও মনির। এসও মনিরের সঙ্গে তাল মিলিয়ে ভাই হায়দার হোসেনও এখন কোটি কোটি টাকার মালিক। আগে বাড়িতে ছিল ভাঙা টিনের ঘর এখন আলিশান বিল্ডিং। অল্প দিনের মধ্যে হয়ে গেছে ফকির থেকে বাদশা।
উল্লেখ এসও মনির পুলিশের হাতে গ্রেফতার হলেও এলজিডির স্বপদে বহাল আছেন তিনি। তবে নবগঠিত পৌরসভার ২৫ নং ওয়ার্ড (ভাজনডাঙ্গা- উত্তর সাদিপুর ) আওয়ামী লীগের সাধারন সম্পাদকের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati