ফরিদপুরে সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকে হামলা | আহত ৩
শহর প্রতিনিধি :
ফরিদপুর জেলা সদরের কোর্ট কম্পাউন্ডে অবস্থিত ফরিদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লি: কার্যালয়ে গত মঙ্গলবার (৭.১.২৫) সকাল সোয়া ১১ টার দিকে কর্মকর্তাদের উপর হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ সময় উক্ত ব্যাংকের ২ কর্মকর্তার উপর আনুমানিক ২০/২৫ জনের একটি দল তাদের উপর হামলা করেন আলীপুর প্রামানিক পাড়ার হাসমত আলীর পুত্র লুৎফর রহমান, কমলাপুর ইমামবাগ স্কুল এলাকার হায়দার ড্রাইভার এর জামাই রহুল কুদ্দুস পাশা, ব্যাংকের ঋন আত্মসাৎ মামলার আসামী শহিদুল করিম ও শাহ আলম, কোর্ট কম্পাউন্ড এর ভেন্ডার শফিকুল ইসলাম খোকনসহ অন্যরা। এ সময় আক্রান্ত দুই কর্মকর্তাকে উদ্ধারে অন্য কর্মকর্তারা এগিয়ে আসলে তাদের উপরও হামলা করে করেন।
তাঁর ৭/১০ জনে মিলে ব্যাংকের এক কর্মকর্তাকে ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার শতনীড় খায়রুননেছা হাউজিং প্রকল্পে তুলে নিয়ে আটকে রাখেন। পরে পুলিশ তাকে ফোন দিলে আসামিরা তাকে ছেড়ে দেন।
শহরের দুই চিহ্নিত ভূমি দস্যু পিছনে থেকে দীর্ঘদিন যাবৎ কলকাঠি নাড়ছেন বলে আহত রা অভিযোগ করেন।
আহতদের মধ্যে ৩ জন ফরিদপুর সদর হাসপাতালে থেকে চিকিৎসা নিয়েছেন। ব্যাংকের পক্ষ থেকে কোতয়ালী থানায় ফোন দিলে ঘটনাস্থলে একদল পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ব্যাংকের ব্যবস্থাপক মোসা: পলি বলেন, উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আজই অভিযোগ দিয়েছি থানায় । একটি আর্থিক প্রতিষ্ঠানে ব্যাংকের টাকা আত্মসাৎকারীদের দলবল নিয়ে হামলা দু:খ জনক। আশা করি প্রশাসন জরুরি পদক্ষেপ নিবেন। যাতে আমরা নিরাপদে কাজ করতে পারি।
কোতয়ালী থানার সাব ইন্সপেক্টর মো: আশরাফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ছি। তদন্ত প্রক্রিয়া শেষে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply