ফরিদপুরে মাত্র সাড়ে ছয় হাজার টাকার চারটি ব্যাটারির
জন্য হত্যা করা হয় কিশোর রিক্সা চালক হুসাইনকে
শহর প্রতিনিধি :
ফরিদপুরের আলোচিত রিকশা চালক কিশোর হোসাইন ব্যপারী হত্যাকাণ্ডের রহস্যের জট উন্মোচিত হয়েছে। ওই কিশোরকে হত্যার পর রিক্সায় থাকা চারটি ব্যাটারি খুলে নিয়ে যায় দুই হত্যাকারী, পরে আল আমিন নামের এক ব্যক্তির কাছে সাড়ে ছয় হাজার টাকায় বিক্রি করে। বুধবার সাংবাদিক সম্মেলনে এর তথ্য জানান ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল।
পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ভাটি লক্ষীপুরের তুফান চৌধুরী নামের এক যুবক তার আরেক সহযোগীকে নিয়ে গত ০২ জানুয়ারী কিশোর হুসাইনের রিক্সাটি ঘন্টায় দুইশ ৫০ টাকা চুক্তিতে ভাড়া করে। বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় ধরে ঘোরাঘুরি করে সন্ধার পর ভাটি লক্ষীপুরের নির্জন মেহগনি বাগান এলাকায় নিয়ে গলায় রশি পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে, রিক্সার থাকা চারটি ব্যটারী নিয়ে যায়। ০৩ জানুয়ারী পুলিশ তার লাশ উদ্ধার করে।
তিনি জানান, এ ঘটনায় ০৪ জানুয়ারী কোতয়ালী থানায় মামলা দায়ের করে বোন চম্পা আক্তার। পুলিশ সন্দেহভাজন তুফান চৌধুরীকে আটক করে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে সে তার আরেক সহযোগীকে নিয়ে হত্যাকান্ডের কথা স্বিকার করে।
অত:পর তার স্বিকারোক্তি মোতাবেক আল আমীন নামের এক ব্যক্তির নিকট সাড়ে ছয় হাজার টাকায় বিক্রি করা ব্যটারী উদ্ধার এবং আল আমীনকে আটক করা হয়। হত্যাকান্ডে অংশ নেয়া অপর আসামীকে গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে বলে জানান পুলিশ সুপার।
Leave a Reply