ফরিদপুরে জাকের পার্টির বিশ্ব ইসলামী সম্মেলন অনুষ্ঠিত
সদরপুর প্রতিনিধি:
জাকের পাটির প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহ্সূফী খাজা ফরিদপুরী (র:) ছাহেব স্মরণে বিশ্ব ইসলামী সন্মেলন চলছে। ফরিদপুরের সদরপুরে বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে ৪ দিনব্যাপী এ বিশ্ব ইসলামী সন্মেলন আগামীকাল মঙ্গলবার রওযা শরীফ যিয়ারত ও আখেরী মুনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হবে।
এ উপলক্ষে দূর দূরান্ত থেকে অগণিত আশেকান জাকিরান ও ভক্ত মুরিদদের সম্মেলন ঘটেছে। ফরজ সুন্নত ও নফল এবাদতের পাশাপাশি বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে সেখানে। আগতদের অবস্থানের জন্য করে তোলা হয়েছে অস্থায়ী সামিয়ানা ও প্যান্ডেল।
সোমবার আসর নামাজের পরে বিশ্ব ইসলামী সন্মেলনেবক্তৃতা করেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। তিনি দল মত,ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত প্রয়াসে জাতীয় ঐক্য গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান।
Leave a Reply