ফরিদপুরের মধুখালী উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালিত
মধুখালী প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালী উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে। এ সময় একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার
ফরিদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ফজলে রাব্বী এর নেতৃত্বে ফরিদপুর জেলা পুলিশ, আনসার, ফায়ার ও পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ সাঈদ আনোয়ার সহ অন্যান্য কর্মকর্তার সমন্বয়ে গঠিত একটি টিম কর্তৃক ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক টিপু সুলতান।
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী নিম্নোক্ত ২ (দুই) টি ইটভাটা থেকে মোট ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা) জরিমানা ধার্যপূর্বক আদায়সহ ইটভাটার আগুন ও কাঁচা ইট পানি দিয়ে নষ্ট করা করা হয়েছে এবং ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
১) মেসার্স এস এস বি ব্রিকস্; প্রো: মো. সাব্বির শেখ, দড়ি বাজার, মধুখালী, ফরিদপুর; জরিমানা: ২,০০,০০০/- টাকা।
১) মেসার্স এম এম কে বি ব্রিকস্; প্রো: মিটুল শেখ, গোমারা, মধুখালী, ফরিদপুর; জরিমানা: ৫০,০০০/- টাকা।
ফরিদপুর জেলার অবৈধ ইটভাটা ও পরিবেশদূষণ
কারী সকল কারখানা/প্রকল্পের বিরুদ্ধে জেলা প্রশাসন, ফরিদপুর এবং পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply