ফরিদপুরে ওজোপাডিকো’য় চাকুরীর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিনিধি :
ওয়েস্টজন জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) বিক্রয় ও বিতরণ বিভাগের ফরিদপুর অঞ্চলের সাহায্যকারী গ্যাটিসরা, সদ্য সার্কুলার হওয়া সাহায্যকারী পদে নিয়োগ পাওয়ার দাবিতে মানববন্ধন করেছেন।
সোমবার সকালে ওজোপাডিকো, ফরিদপুর কার্যালয় অভ্যন্তরে ফরিদপুর অঞ্চলের পাঁচটি জেলায় গ্যাটিস হিসেবে কাজ করা শতাধিক কর্মী মানববন্ধন করে ন্যায্য দাবি হিসেবে সদ্য সার্কুলার দেয়া সাহায্যকারী পদে অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিল করে নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়।
মানববন্ধনকারীরা দাবি করেন, কর্মকর্তাদের মৌখিক আশ্বাসে তারা দিনের পর দিন, বছরের পর বছর ঝড় বৃষ্টি উপেক্ষা করে গ্যাটিস হিসেবে বিনা পারিশ্রমিকে বিদ্যুৎ বিভাগের সেবা দিয়ে আসছেন। বছরের পর বছর তারা বিদ্যুৎ বিভাগের সেবা দেয়ার কারণেই অনেকেরই চাকরির বয়সসীমা অতিক্রম করেছে, ফলে সদ্য নিয়োগ বিজ্ঞপ্তির শত তারা পূরণ করতে পারছেন না। তাই তারা শর্ত শিথিল করে বর্তমানে বিনা পরিশ্রমিকে কাজ করা শ্রমিকদের নিয়োগ দেওয়ার দাবি জানান। #
এসময় বক্তব্য রাখেন গ্যাটিসদের সংগঠনের সদস্য সচিব শাহান শেখ, ইসমাইল মাতুব্বর, শেখ মিলন, শফিকুল ইসলাম শাহীন, মোঃ শাওন, সিরাজ মুন্সী, ফরহাদ শিকদার প্রমূখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ফরিদপুর সার্কেলের পাঁচটি জেলায় প্রায় আড়াইশো জন গ্যাটিস পদে পিনাপ পারিশ্রমিকে, কোন ধরনের নিয়োগ ছাড়াই মৌখিক আশ্বাসের ভিত্তিতে কাজ করে আসছেন।
Leave a Reply