ফরিদপুর সদর আসনের সাবেক সংসদ একে আজাদের বাড়িতে হামলার মামলায় ১৫ বিএনপি নেতাকর্মীকে জামিন দিয়েছে ফরিদপুরের একটি আদালত।
বিশেষ প্রতিনিধি
আজ দুপুরে ফরিদপুরের এক নং আমলী আদালতের বিজ্ঞ বিচারক আসিফ এলাহী এ রায় দেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত তিন জুলাই আওয়ামী লীগের দোসরদের কে নিয়ে একে আজাদ তার বাড়িতে গোপন বৈঠক করছিলেন। এমন অভিযোগে ফরিদপুর মহানগর বিএনপির নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে তার বাড়িতে হামলা করে। এমন অভিযোগ গত পাঁচ জুলাই ফরিদপুর জেলা মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান মিনাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক তরুণ বিশ্বাস সহ ১৬ জনের নামে কোতোয়ালি থানায় মামলা করে। এ মামলায় মহানগর বিএনপির ১৫ আসামী আদালতে হাজির হলে আদালতের বিজ্ঞ বিচারক তাদেরকে জামিন মনজুর করেন। এদিকে এ মামলায় গতকাল প্রিন্স নামের যুবদল কর্মীকে গোয়েন্দা পুলিশ আটক করে। আটককৃত ব্যক্তি কে কোর্টে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।
এদিকে মামলায় জামিন পেয়ে বিএনপির নেতারা আদালত চত্তর হতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষি সমাবেশের মধ্য দিয়ে শেষ করে।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফ এম কাইয়ম জঙ্গি সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ প্রমুখ।
এ সময় তারা আওয়ামী লীগের দোসরদের ফরিদপুরে ঠাই হবে না বলে জানান।
Leave a Reply