ফরিদপুরে এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন ও সড়ক অবরোধ
বিশেষ প্রতিনিধি :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে বিআইটি গঠনের এক দফা দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে ছাত্র ছাত্রীরা। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে দাবি–সংবলিত স্মারকলিপি তুলে দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, ময়মনসিংহ, ফরিদপুর ও বরিশাল সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকে প্রশাসনিকভাবে কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং একাডেমিক ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন পরিচালিত হয়ে আসছে। দীর্ঘদিন ধরে দুই প্রতিষ্ঠানে সমন্বয়হীনতার কারণে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এর ফলে পেশাগত ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। এ সমস্যা সমাধানে ২০ মে থেকে শান্তিপূর্ণভাবে একাডেমিক শাটডাউন কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তব্য দেন কাজী ইজহারুল ইসলাম, আমানুল্লাহ খান, মৌমিতা সাহা, মুজাহিদ ইসলাম, তৌফিক তালুকদার, আবু বক্কর সিদ্দিকী প্রমুখ।
এ সময় বক্তব্য রাখতে গিয়ে তারা তাদের এক দফা মেনে নেওয়ার দাবি জানান। শিক্ষার্থীরা বলেন, তাদের এই এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ভবিষ্যতে তারা আরও কঠোর কর্মসূচি ও বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হবে।
Leave a Reply