সদরপুরে এসএসসিতে
জিপিএ ৬৬,পাশে এগিয়ে বেসরকারি স্কুল
সদরপুর প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলায় এবছর মাধ্যমিক পরিক্ষার ফলাফলে এগিয়ে রয়েছে উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার সারাদেশের মাধ্যমিক শিক্ষা পর্যায়ের এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। সদরপুর উপজেলায় এসএসসিতে পাশের হার রয়েছে ৬৯.৬৭ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলে পাসের হার ৮৬.৬৯ শতাংশ ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাসের হার ৬৩.৭০শতাংশ।
এসএসসিতে উপজেলার ২৫টি বিদ্যালয় থেকে ১৩৯৫জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এর মধ্যে কৃতকার্য হয়েছে ৯৭৪জন। জিপিএ-৫ পেয়েছে ৬৪জন।
অপরদিকে কারিগরি শিক্ষায় উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ৯১জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৭৭জন। জিপিএ-৫ পেয়েছে ১জন। পাসের হার ৮৪.৬৯শতাংশ।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার ৫টি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১৩৫জন। পাস করেছে ৮৬ জন। জিপিএ- রয়েছে ১জন। পাসের হার ৬৩.৭০শতাংশ।
সদরপুর উপজেলায় এসএসসিতে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে বেগম কাজী জেবুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ২২ জন ও বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় ২১ জন। পাশের দিক রয়েছে বেসরকারি জনসংঘ আদর্শ নিম্ম মাধ্যমিক বিদ্যালয়। যেখানে পাশের হার ৯০.৯০শতাংশ। ৫টি মাদ্রাসার মধ্যে কারীরহাট দাখিল মাদ্রাসা পাশের দিক থেকে এগিয়ে রয়েছে।
এ ব্যপারে জনসংঘ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী শিকদার জানান, শিক্ষার্থীদের সফলতার জন্য বিদ্যালয়ের পাশাপাশি ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদের খোঁজখবর রেখেছি এবং আমি সরাসরি ও তাদের অভিভাবকদের মাধ্যমে মনিটরিং করেছি। আমি আরও ভালোরেজাল্ট আশা করেছিলাম তবে অর্জিত ফলাফলে সন্তুষ্ট বলে তিনি তার সকল সহকর্মী ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কারীরহাট দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার এবিএম রাইস উদ্দিন বলেন, কারীরহাট এলাকাটি একটি দূর্গম প্রত্যন্ত অঞ্চলে তাই তুলনামূলক এখানে শিক্ষার্থী কম তারপরেও আমরা চেষ্টা করেছি এবং সফলও হয়েছি। এই সফলতা কারীরহাট দাখিল মাদরাসার সকল শিক্ষক ও অভিভাবকের।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মোফাজ্জেল হোসেন বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলি ভালো ফলাফলের লক্ষে মনিটরিং, পরামর্শ ও সহযোগীতা করেছি। সকল কৃতকার্য শিক্ষার্থীদের পাশাপাশি ফলাফলে এগিয়ে থাকা প্রতিষ্ঠান গুলির জন্য শুভকামনা জানান তিনি। তিনি আশাবাদী আগামীতে আরও ভালো ফলাফল হবে সদরপুর উপজেলায়।
Leave a Reply