ফরিদপুরে নিরাপদ সড়ক আন্দোলনের ২৯ সদস্যের কমিটি গঠন
বিশেষ প্রতিনিধি :
ফরিদপুরে নিরাপদ সড়ক আন্দোলনের (নিসআ) ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আগামী ১ বছর মেয়াদী এ কমিটিতে সভাপতি আবরাব নাদিম ইতু ও সাধারণ সম্পাদক করা হয়েছে সালমান রহমান পিয়ালকে।
আজ শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল্লাহ মেহেদী দিপ্ত ও সাধারণ সম্পাদক তানজিদ মোহাম্মদ সোহরাব রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়। এছাড়া ওই বিজ্ঞপ্তি জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) ফরিদপুর জেলায় ২৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেয়া হলো।
কমিটির অন্যদের মধ্যে রয়েছেন- সিনিয়র সহ-সভাপতি দিদারুল ইসলাম, সহ-সভাপতি সোহান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বাবু ও সাগর আহমেদ, সাংগঠনিক সম্পাদক আরিফ শেখ, সহ সাধারণ সম্পাদক জাহিদ মোল্যা, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মনির, সহ-দপ্তর সম্পাদক ফেরদৌস খান, কোষাধ্যক্ষ মো. আসিফ সাকিব, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রিয়াদুল ইসলাম, প্রচার ও প্রচারণা বিষয়ক সম্পাদক তন্ময় মজুমদার পরশ, গণমাধ্যম বিষয়ক সম্পাদক শ্রাবণ হাসান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোহেল রানা, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মেহেদী হাসান মুন্না, সমাজসেবা বিষয়ক সম্পাদক রুবেল মিয়া, স্বাস্থ্যসেবা বিষয়ক সম্পাদক মো. জোবায়ের হোসেন, পরিকল্পনা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান সজল, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. নফেল সালিম বিপ্লব।
এছাড়া কার্যনির্বাহী সদস্য রয়েছেন- সাইমুর রহমান সিয়াম, মো. নাজমুল ইসলাম, আল আমিন ফয়সাল, মো. সাকিব হোসেন, রিয়াজ মল্লিক, হাসান ঠাকুর, দিপ্ত মন্ডল ও মো. পারভেজ হাসান রাজিব।
বিষয়টি নিশ্চিত করে নব সভাপতি আবরাব নাদিম ইতু বলেন- যাত্রাপথে মানুষের জানমালের নিরাপত্তায় এই কমিটি কাজ করে যাবে। সকলেরই চাওয়া একটি নিরাপদ সড়ক। সড়কে দুর্ঘটনারোধে এ কমিটির মাধ্যমে দাবি-দাওয়া উত্থাপন সম্ভব হবে।
Leave a Reply