ফরিদপুরের ২০ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর
বিশেষ প্রতিনিধি:
গত মধ্যরাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার টোল প্লাজায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলার মাদক দ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তর।
দুপুরে এক প্রেস ব্রিফিং এ অধিদপ্তরের উপ-পরিচালক মো, হাসেম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা ঢাকা-খুলনা হাইওয়ের এক্সপ্রেসওয়ে ভাঙ্গার আতাদি টোল প্লাজায় আখ বোঝাই একটি মিনি ট্রাকে অভিযান চালিয়ে আখের মধ্যে থাকা ২০ কেজি গাঁজা উদ্ধার করে।
এসময় ট্রাকে থাকা সুমন শেখ ও জুলহাস নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলেও আমিনুর ও হাফিজুর নামের দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বাড়ী ঘটনাস্থলের পাশেই।
রিপোর্ট লেখা পর্যন্ত তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছিল।
Leave a Reply