বাংলাদেশ কৃষক সমিতি ফরিদপুর সদর উপজেলা শাখার উদ্যোগে
মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত
ফরিদপুর জেলা প্রতিনিধি
বাংলাদেশ কৃষক সমিতি ফরিদপুর সদর উপজেলা শাখার উদ্যোগে
মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে উক্ত কর্মসূচি আয়োজন করে তারা।
এর অংশ হিসেবে গতকাল সাড়ে নয়টার দিকে ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তন সামনে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করা হয়। এরপরে বেলা ১১ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন
সংগঠনের সভাপতি আলাউদ্দিন তালুকদার বক্তব্য রাখেন নুর আব্দুল্লাহ সাঈদ দাড়া, সুধীন সরকার মঙ্গল, অ্যাডভোকেট মানিক মজুমদার, আব্দুর রহমান লাল্টু, অজিত বিশ্বাস, জাহানারা বেগম, হাসেম শেখ ,বাচ্চু মেম্বার প্রমুখ।
পরে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
Leave a Reply