*ভাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে কিশোর গ্যাং সদস্য আটক*
বিশেষ প্রতিনিধি
সাম্প্রতিক সময়ে দৈনিক পত্রিকা গুলোতে প্রকাশিত এক প্রতিবেদনে ভাঙ্গা উপজেলার কিশোর গ্যাংয়ের তৎপরতা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে। খবরটিতে উল্লেখ করা হয়, স্থানীয় কিছু কিশোর ও যুবক কুমার নদে স্পিডবোট নিয়ে ঘোরাফেরা করে এবং প্রকাশ্যে ধারালো দেশীয় অস্ত্র—যেমন রামদা ও চাইনিজ কুড়াল দেখিয়ে ত্রাস সৃষ্টি করছে। ঘটনাটি জননিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করে।
এই প্রেক্ষিতে ৩ সেপ্টেম্বর রাত ০২০০ ঘটিকায় সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এর নেতৃত্বে স্থানীয় পুলিশের সমন্বয়ে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভাঙ্গা থেকে কিশোর গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট সাইমন শরীফ (২৬) কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১টি বড় রামদা, ১টি বড় চাকু এবং ইয়াবা সেবনের জন্য ব্যবহৃত ১ রোল ফয়েল পেপার জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে ভাঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রযোজ্য আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ বলেন,
“মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে এলাকাবাসীর তথ্য ও সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ।”
এদিকে সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সেনাবাহিনী ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। এ ধরনের অপরাধ নির্মূলে সেনা ক্যাম্পসমূহকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
Leave a Reply