ফরিদপুরের সদরপুরে এক ঘরে শিশুর রক্তাক্ত মরদেহ, আরেক ঘর থেকে মায়ের মরদেহ উদ্ধার
ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামে এক ঘর থেকে শিশুর রক্তাক্ত মরদেহ এবং বাইরের আরেক ঘর থেকে মায়ের মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে এ লোমহর্ষক ঘটনা ঘটে। নিহত শিশুর নাম হুজাইফা (৫) ও মৃত মায়ের নাম সুমাইয়া আক্তার (২২)।
সুমাইয়া আক্তার ৯ মাসের অন্ত:সত্ত্বা ছিলো বলে জানা গেছে। নিহত সুমাইয়া সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামের বাসিন্দা রমজান মুন্সীর স্ত্রী।
এর আগে, ২০২০ সালে সুমাইয়ার সাথে রমজানের বিয়ে হয়। হুজাইফাই তাদের একমাত্র সন্তান ছিল। রমজান দীর্ঘদিন সিঙ্গাপুর ছিলেন। তবে গত দুই বছর আগে তিনি দেশে ফিরে আসেন এবং বর্তমানে অন্য কোন দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
স্থানীয়রা জানান, আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে থানা পুলিশে খবর দেয় এবং সুমাইয়া বেগমকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সুমাইয়া বেগম তার শিশু ছেলে হুজাইফাকে গলাকেটে হত্যা করে ফেলে রাখে। পরে তিনি গলায় রশি বেঁধে আত্মহত্যার চেষ্টা করেন।
রমজানের বাবা মোতালেব মুন্সি জানান, ঘটনার সময় তিনি বাড়ির কাছে গরুর খামারে কাজ করছিলেন। হঠাৎ-ই বাড়িতে চিৎকার চেঁচামেচি শুনে তিনি বাড়িতে আসেন এসেই মর্মান্তিক ঘটনা জানতে পারেন। তিনি বলেন রমজানের সাথে সুমাইয়ার সম্পর্ক খুব ভাল ছিল । কখনো তাদের মধ্যে কলহ হয়েছে বলে শোনা যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশীরা জানান, সুমাইয়া ও রমজানের মধ্যে প্রায় ঝগড়াঝাঁটির কথা শুনতে পেতেন তারা।
ঘটনার পরই অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, সুমাইয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে। আর শিশুটিকে ঘরের মধ্যেই গলাকাটা অবস্থায় কম্বল প্যাচানো মৃত অবস্থায় পাওয়া যায়। তবে প্রাথমিকভাবে পারিবারিক কলহের কারণে নিজের মা সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে এমনটাই মনে হচ্ছে। তবে বিষয়টি ময়নাতদন্ত রিপোর্ট আসলে সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন।
Leave a Reply