ফরিদপুরে দুর্গাপূজায় এবারে তিনস্তরের নিরাপত্তা বেষ্টনী সাজানো হয়েছে
বিশেষ প্রতিনিধি:
হিন্দু ধর্মালম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজায় এবারে নিরাপত্তার ক্ষেত্রে তিনস্তরে সাজানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকান্ড নজরদারিতে রয়েছে পুলিশ,
সেনাবাহিনী,র্যাব আনসার সহ রাজনৈতিক বিভিন্ন দলের নেতাকর্মীরা। আইন-শৃঙ্খলা বাহিনী একদিকে যেমন তাদের নিজস্ব পোশাকে দায়িত্ব পালন করছেন তার পাশাপাশি সিভিলেও তারা পূজামন্ডপ গুলোতে অবস্থান করছেন। এ বিষয়ে আজ মঙ্গলবার বেলা ১২ টায় ফরিদপুর শহরের ভাঙ্গা রাস্তার মোড়ের বাস মালিক গ্রুপের আয়োজনে দুর্গা মন্ডপে উপস্থিত হন র্যাব ১০-এর অধিনায়ক, এডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাস মালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান সিদ্দিকী, ফরিদপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ সহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। সাংবাদিকদের সাথে মতবিনিময়ে মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম বলেন, এবারে দুর্গাপূজায় তিনস্তরে নিরাপত্তা বেষ্টনী সাজানো হয়েছে পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। সোশ্যাল মিডিয়ায় পূজা উৎসব নিয়ে কোন গুজব রটালে দ্রুতই আইন-শৃঙ্খলা বাহিনী পদক্ষেপ গ্রহণ করবেন। আমাদের একার দ্বারা সম্ভব নয় নিরাপত্তা এবং পূজা উৎসবে আগত দর্শনার্থীদের নিরাপত্তা দেয়া। এক্ষেত্রে সাংবাদিক ভাইদের ও অনেক বড় দায়িত্ব রয়েছে। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই দেশে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে পারবো।সংবাদ সম্মেলন শেষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন সহ সকলের সাথে কুশল বিনিময় করেন প্রশাসনিক কর্মকর্তারা।
Leave a Reply