ফ্যাসিবাদের দোসররা পূজামণ্ডপে এসে পানি ঘোলা করার চেষ্টা করতে পারে,সবাইকে সতর্ক থাকতে হবে- কেন্দ্রীয় যুবদল নেতা পিংকু
বিশেষ প্রতিনিধি:
যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু বলেছেন, বিএনপি কাউকে আলাদা চোখে দেখে না। হিন্দু-মুসলিম সমান চোখে দেখে। শারদীয় দূর্গা উৎসবকে কেন্দ্র করে ফ্যাসিবাদের দোসররা মাথা চাড়া দিয়ে ওঠতে পারে। তারা পূজামণ্ডপে এসে পানি ঘোলা করার চেষ্টা করতে পারে। সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। প্রতিটি মন্দিরে আমাদের নেতাকর্মীরা রাত-দিন ২৪ ঘণ্টা পাহাড়া দেবে। যাতে করে কেউ কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে।
মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুরের সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি আরো বলেন, শুধু পূজা নয়, যেকোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিদার, ছাত্র দলের যুগ্ন সাধারণ সম্পাদক শাহারিয়ার হোসেন জুয়েল, মাচ্চর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ জোয়াদ্দার, আঃ রাজ্জাক মিয়া প্রমূখ।
Leave a Reply