ফরিদপুর জেলা পুলিশের পূজামন্ডপ পরিদর্শন ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষন
বিশেষ প্রতিনিধি:
শারদীয় দুর্গাপুজা ঘিরে ফরিদপুর জেলা পুলিশের পূজামন্ডপ পরিদর্শন ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ।
ফরিদপুর পুলিশ সুপার আব্দুল জলিল পিপিএম বিভিন্ন পূজা মন্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটি ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন। গতকাল বুধবার বিভিন্ন পূজা মন্ডব
পরিদর্শনকালে জেলা পুলিশ সুপার আব্দুল জলিল বলেন, এ ধর্মীয় উৎসবে সবাই যাতে শান্তিপূর্ণ পরিবেশে আনন্দ উপভোগ করতে পারেন, সেজন্য পুলিশের টহল টিম নিয়মিত মাঠে থাকবে।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে মন্ডপ এলাকায় মাদক, জুয়া ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
এছাড়াও তিনি ধর্ম-বর্ণ-পেশা নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি আরও জানান, প্রতিটি পূজা মন্ডপে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবীরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নিরাপত্তার অংশ হিসেবে সিসি ক্যামেরা মনিটরিং, টহল ব্যবস্থা এবং পুলিশের কন্ট্রোল রুম সার্বক্ষণিক খোলা রাখা হয়েছে। যেকোনো সমস্যা বা অভিযোগ পাওয়া মাত্রই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি। এসময় পূজা উদযাপন কমিটির সঙ্গে আলোচনা করে সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে পূজা উদযাপনের আহবান জানান।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল, মোঃ আতাউর রহমান, ফরিদপুরসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ।
Leave a Reply