সদরপুরে স্বামীর লাশ গুম করতে কবর খুড়ে ছিলেন স্ত্রী
ঢালাই দিতে মজুদ রেখে ছিলেন বালু সিমেন্ট
সদরপুর প্রতিনিধি:
পারিবারি বিরোধের জের ও স্বামীর টাকা আতœসাৎ করার জন্য অভিনব মৃত্যুর ফাঁদ তৈরি করেছিলেন স্ত্রী। শুক্রবার রাত দেড়’টার দিকে শ্বশুর বাড়িতে পাওনা টাকা চাওয়ার জন্য আসেন ঠান্ডু বেপারী। সন্ধ্যা রাতের দিকে কৌশলে তাকে দুধের সাথে ঘুমের ওষুধ পান করান স্ত্রী। তিনি ঘুমিয়ে পড়লে তাকে হত্যা ও লাশ গুম করতে অভিনব কায়দা তৈরি করেন শ্বশুর বাড়ির লোকজন। পূর্বপরিকল্পিত ভাবে স্ত্রী লাবনী আক্তার (২৮)সহ তার স্বজনরা স্বামীর জন্য তাদের পাশের একটি ঘরের মেঝ খুড়ে তৈরি করেন কবর। হত্যার পর তার লাশ পুতে রাখার জন্য সিমেন্ট বালু রাখা হয়।
ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের মুন্সি গ্রামে এ চাঞ্চল্যকর হত্যাচেষ্টার ঘটনার সত্যতা পাওয়া যায়। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে স্ত্রী লাবনী আক্তার (২৮), শাশুড়ি শহিদা বেগম ও দাদী শাশুড়ী জনকী বেগম মিলে তাকে হত্যার পরিকল্পনা করে। ঠান্ডু ঘুমিয়ে পড়লে তাকে হত্যার উদ্দেশ্যে শোয়ার ঘর থেকে কবর খুড়া ঘরে নেওয়ার সময় তার ঘুম ভেঙ্গে যায়। পরে তাকে হাত পা বেঁধে জোড় করে পাশের ঘরে নিয়ে গলা কেটে হত্যার চেষ্ঠা করতে গেলে ঠান্ডু আতœচিৎকার শুরু করে। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে তাকে হাত পা বাধা অবস্থায় রেখে বউ শ্বাশুরীও অন্যরা সরে যায়। এ ঘটনায় প্রতিবেশীরা ছুটে আসার পর তাদের আতœচিৎকারে আরও এলাকার লোকজন ওই বাড়িতে ছুটে আসে।
ভুক্তভোগী ঠান্ডু বেপারী (৩৫), সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের ছলেনামা গ্রামের মিয়াচান বেপারীর পুত্র। তিনি ঢাকায় একটি ওয়ার্কশপ ব্যবসা পরিচালনা করেন। তিনি স্ত্রীর পরিবার কে ১১লাখ টাকা হাওলাত দিয়েছিলেন বলে ঠান্ডুর পরিবারের দাবী।
ঠান্ডুর চাচা মোঃ রমযান আলীর ভাষ্যমতে, শ্বশুর বাড়ির পাশে জমিক্রয়ের জন্য বায়না করেন ঠান্ডু। প্রায় ১১লাখ টাকা দেয় শ্বশুর বাড়ির লোকজনের নিকট। গতকাল রাতে তিনি ঢাকা থেকে প্রায় সত্তর হাজার টাকা নিয়ে আসেন। তার ইচ্ছা ছিলো শ্বশুর বাড়ি এলাকায় জায়গা কিনে বসত শুরু করবেন। তিনি আরও জানান তার টাকা আতœসাৎতের জন্য তাকে কৌশলে হত্যা করতে চেয়ে ছিলো তারা। পূর্ব থেকেই ঠান্ডুর সাথে জমিজমা কেনা নিয়ে বিরোধ চলে আসছিল বলেও জানান।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার রাতে ঠান্ডু বেপারীকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো হয়। গভীর ঘুমে আচ্ছন্ন হওয়ার পর রাত আনুমানিক দেড়টার দিকে তার স্ত্রী লাবনী আক্তার (২৮), শাশুড়ি শহিদা বেগম ও দাদি শাশুড়ি জনকী বেগম মিলে তাকে কাস্তে দিয়ে হত্যা চেষ্টা করে। এর আগে পাশের ঘরের বারান্দায় একটি কবর প্রস্তুত করে রাখা হয়। তবে মুখে দড়ি বাঁধা থাকায় গলা পুরোপুরি না কাটায় ঠান্ডু বেঁচে যান এবং চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। ওই রাতেই ঠান্ডু বেপারীকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং সদরপুর থানা পুলিশকে খবর দেন তারা।
ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় ঘটনা স্থলে যায়। এবং তিনি জানান,এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টা। টাকা আত্মসাতের উদ্দেশ্যেই এমন ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এমন নির্মম ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Leave a Reply