ফরিদপুরে আনছার আলী স্মৃতি ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুরে আনছার আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে কানাইপুরের পুরদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় পদ্মা নাইন স্টার ক্লাব ৩-১ গোলে দুরন্ত নাইন স্টার ক্লাবকে পরাজিত করে চ্যাম্পীয়ন হবার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন রতœগর্ভা মা জহুরা খাতুন। ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান সিআইপির সভাপতিত্বে ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিবিআই ফরিদপুরের পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, আফরোজা আজম খান জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইমদাদ খান, সাজিদ সোবহান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের পরিচালক খাদিজা ইয়াসমিন তিজান, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান। পুরদিয়া যুবসমাজের আয়োজনে আনছার আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে স্থানীয় ৫টি দল অংশ নেয়। ফাইনাল খেলায় বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
Leave a Reply