ফরিদপুরে বিদেশ ফেরত ৩৫ অভিবাসীকে ব্যবসায়ী সামগ্রী হস্তান্তর ও চিকিৎসা সহায়তা প্রদান
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুরে বিদেশ ফেরত ৩৫ অভিবাসীকে ব্যবসায়ী সামগ্রী হস্তান্তর ও চিকিৎসা সহায়তা প্রদান করেছে রামরু। বুধবার বিকেলে ফরিদপুর শহরের টিটিসিতে এই সহায়তা প্রদান করা হয়।
এ সময় রামরু-র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ড. তাসনিম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুম্মিতা সাহা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী আক্তারুজ্জামান, রামরু-র প্রকল্প পরিচালক মেরিনা সুলতানা, রায়হানা রহমান, বিশিষ্ট সমাজ সেবক, লেখক ও গবেষক মফিজ ইমাম মিলন, বিশিষ্ট শিক্ষাবিদ আলতাফ হোসেন প্রমুখ।
এ সময় ইউরোপের বিভিন্ন দেশ থেকে ফেরতদেরকে প্রতিজন প্রতি এক লক্ষ টাকার সহযোগিতা প্রদান করা হয়। এই সহযোগিতার মধ্যে রয়েছে পাওয়ার টিলার, ভ্যান, মুদি দোকান সহ বিভিন্ন জিনিসপত্র। এছাড়া অসুস্থ বিদেশ ফেরতদেরকে নগদ অর্থ হিসেবে চেক তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
Leave a Reply