ফরিদপুরে জাকের পার্টির সাংগঠনিক সমাবেশ, সম্ভাব্য প্রার্থী শহিদুল ইসলাম সেলিম
বিশেষ প্রতিনিধি :
সদর উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-৩ আসনে জাকের পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবে মোঃ শহিদুল ইসলাম সেলিমকে পরিচয় করিয়ে দেয়া হয়েছে। শহিদুল ইসলাম সেলিম ফরিদপুর সাংগঠনিক জেলা (সদর, মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা) শাখার সহসভাপতি। শনিবার বিকালে ফরিদপুর সদর উপজেলা অম্বিকাপুর ইউনিয়নে খালাসী দুর্গাপুর আবুল হোসেন সরকার প্রাথমিক বিদ্যালয়ে মাঠে আয়োজিত জাকের পার্টির সমাবেশ থেকে সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-০৩ (সদর) আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়।
এর আগে স্থাণীয় জাকের পার্টির উদ্যোগে সাংগঠনিক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে অম্বিকাপুর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মোঃ বাচ্চু শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর সাংগঠনিক জেলা-৩ এর সভাপতি মোঃ ওহিদুজ্জামান মান্নান। বক্তব্য দানকালে তিনি বলেন, দেশের শান্তি শৃঙ্খলা ফেরাতে দ্রুত নির্বাচন দেয়া জরুরী।
এসময় ফরিদপুর সাংগঠনিক জেলা সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন ফকির, হাবিবুর রহমান পিকু ও অধ্যাপক এমএ কুদ্দুস, কোতয়ালী থানা শাখার সহ-সভাপতি মো. ফরহাদ হোসেন, প্রস্তাবিত সহসভাপতি মাস্টার লুৎফর রহমানসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
Leave a Reply