ভাঙ্গায় ফ্রি ডেন্টাল ক্যাম্পে সেবা পেল হাজারো মানুষ
ভাঙ্গা প্রতিনিধি:
“পান, সুপারি, জর্দা, ধুমপান কে না বলুন মুখের ক্যান্সার প্রতিরোধ করুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নে অনুষ্ঠিত হলো এক ফ্রি ডেন্টাল ক্যাম্প। আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশন-এর উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে প্রায় ১ হাজার সেবা গ্রহীতাকে বিনামূল্যে ডেন্টাল কেয়ার সুবিধা দেওয়া হয়।
শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নের প্রফেসর আবদুল ওয়াজেদ উচ্চ বিদ্যালয় এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় ১৩ জন দক্ষ চিকিৎসক রোগী দেখেন।
ক্যাম্পটির উদ্বোধন করেন আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশন-এর সভাপতি এবং ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ। এ সময় তিনি বলেন, মানুষের সেবা করাই এই ফ্রি ডেন্টাল কেয়ারের মূল উদ্দেশ্য। অদূর ভবিষ্যতেও এভাবে মানব সেবার কাজ চলমান থাকবে।
এর আগে তিনি ভাঙ্গা, চরভদ্রাসন, সদরপুর উপজেলার বিভিন্ন এলাকায় ফ্রি আই ক্যাম্পসহ নানা সামাজিক কর্মকান্ডের মাধ্যমে ভোটারদের মন জয় করার চেষ্টা অব্যাহত রেখেছে।
Leave a Reply