ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও হেরোইনসহ নারী গ্রেফতার
ফরিদপুরের কোতয়ালী থানাধীন গুহা লক্ষ্মীপুর গ্রামে ফরিদপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে এবং কোতয়ালী থানা পুলিশের সমন্বয়ে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ এক নারীকে আটক করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর ২০২৫) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আরজু আক্তার (২৪) নামের এক নারীকে আটক করা হয়। তিনি মো. রিয়াজ শেখের স্ত্রী এবং গুহা লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। এছাড়া শাহিদা বেগম (৪২) নামের আরেকজনকে এ ঘটনায় চিহ্নিত করা হয়েছে। তিনি মো. ফারুক ব্যাপারীর স্ত্রী।
অভিযানকালে তাদের কাছ থেকে ৯৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২৭ গ্রাম হেরোইন (আনুমানিক বাজারমূল্য ৩,৯৪,৫০০ টাকা) এবং ১৯,৫০০ টাকা নগদ উদ্ধার করা হয়। আটককৃত নারী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে, যেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অভিযানে যৌথ বাহিনীর সমন্বিত ভূমিকা এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে।
Leave a Reply