ফরিদপুরে বিএনপির সভায় বক্তারা বলেছেন ধানের শীষ প্রতীক যে পাবে তাঁর জন্যই ঐক্যবদ্ধ থেকে কাজ করবো
বিশেষ প্রতিনিধি :
রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ মতবিনিময় সভায় বক্তাগণ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে যিনি ধানের শীষ প্রতীক পাবেন, আমরা তাঁকেই জিতিয়ে নেওয়ার জন্য জানপ্রাণ দিয়ে কাজ করবো। এই নির্বাচনে ফরিদপুর সদর আসনে এবার ধানের শীষ প্রতীক হেরে গেলে আমরা শুধু হারবোই না, চিরতরে হারিয়ে যাবো। তাই আমাদের অস্তিত্ব রক্ষার স্বার্থেই ধানের শীষকে সর্বশক্তি দিয়ে বিজয়ী করে আনতে হবে।
বুধবার সন্ধ্যায় শহরের হাবেলি গোপালপুরে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশের বাসভবন প্রাঙ্গণে রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আমাদের করণীয় কি হবে, আমরা কি করবো সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে এই সভার আয়োজন। যারা আমার আহ্বানে সাড়া দিয়ে এখানে এসেছেন, সকলের প্রতিই কৃতজ্ঞ।
জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শামীম হোসেনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে এ মতবিনিময় সভায় ফরিদপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিকী মিতুল, যুগ্ম আহ্বায়ক সামসুল আরেফিন সাগর, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ সালাম লাল সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য দেন।
Leave a Reply